শীর্ষ টাইমস ডেস্ক: গতকাল প্রথমদিকে সবাই ভেবেছিল রেকর্ড দাম পেয়েছে প্যাট। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় তাকে কিনেছে হায়দ্রাবাদ। কিন্তু কে ভেবেছিল ৮ মরশুম আইপিএল না খেলেও ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা পাওয়া যায়? হ্যাঁ ঠিকই শুনছেন। এই অসম্ভবকে সম্ভব করেছেন একজন অস্ট্রেলিয়ান পেসার। যার নাম এখন হয়তো সবারই জানা। তিনি হলেন মিচেল স্টার্ক।
গতকাল নিলামে প্যাট কামিন্সকে নিয়ে যখন দড়ি টানাটানিতে গেল না নাইটরা, অনেকেই ভেবেছিলেন, হয়তো কৌশল বদলেছে কেকেআর। কিন্তু কেকেআর ঝাঁপাল মিচেল স্টার্ককে পেতে। তীব্র লড়াই হল গুজরাত টাইটান্সের সঙ্গে। এবং রেকর্ড দাম উঠল এই বাঁ হাতি পেসারের।যেদিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স রেকর্ড অর্থে হায়দরাবাদে যোগ দিলেন, সেদিন নতুন কীর্তি গড়লেন স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়ে উঠলেন তিনি।
প্রসঙ্গত, নিলামে এই অজ়ি পেসারের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। কিন্তু তিনি হয়তো নিজেও ভাবেননি যে, আইপিএলে আগের সব রেকর্ড ভেঙে দেবেন। হিসাব বলছে যদি আইপিএলে প্রতিটি ম্যাচে চার ওভার করেই বল করেন স্টার্ক, তা হলে বল পিছু ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি। এবার দেখার বিষয় এত বড়ো অঙ্কের বলে কটা করে উইকেট নিতে পারবেন তিনি।
ছবি: সংগৃহীত
Leave Comments