• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

কোনও ভুল শশাঙ্ককে নেয়নি পাঞ্জাব! সমাজমাধ্যমে সাফ জানিয়ে দিল ফ্রেঞ্চাইসি

ad

শীর্ষ টাইমস ডেস্ক: আইপিএলের অকশন নিয়ে একের পর এক খবর উঠে আসছে শিরোনামে। এবার খবরের শিরোনামে উঠে এল পাঞ্জাব। আইপিএল নিলাম অনুষ্ঠানে পাঞ্জাব কিংসের একটি সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও আপাতত বিতর্ক তুঙ্গে। শোনা যাচ্ছিল যে শশাঙ্ক সিং নামে একজন ভারতীয় ক্রিকেটারকে ভুল করে দলে নিয়ে ফেলেছেন প্রীতি জিন্টারা। এরপর থেকে একটাই প্রশ্ন ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আদৌ শশাঙ্ককে কি স্কোয়াডে রাখবে পাঞ্জাব কিংস? 

অবশেষে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এই বিষয়েই একটি বিবৃতি জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার সন্ধ্যাবেলা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে তাঁরা ক্রিকেটার নিতে কোনও ভুল করেননি। যে শশাঙ্ককে তাঁরা টার্গেট করেছিলেন, তাঁকেই দলে নেওয়া হয়েছে। ইতিপূর্বে, ও যথেষ্ট চমকপ্রদ কিছু পারফরম্যান্স করেছে। ফলে আশা করব, এবারও তেমনই খেলতে পারবে। 

এই প্রসঙ্গে  জানিয়ে রাখি, প্রথমবার আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান দুবাইয়ে আয়োজন করা হয়েছে। এই নিলাম অনুষ্ঠানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দমতো ক্রিকেটারদের বেছে নিয়েছে। ইতিমধ্যে ভারতের আনক্যাপড ক্রিকেটার শশাঙ্কের জন্য দর হেঁকেছিলেন পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। কিন্তু, বাকীরা আর কেউ তাঁর জন্য কোনও দর হাঁকেননি। এই পরিস্থিতিতে বেস প্রাইস ২০ লাখেই পাঞ্জাবে এসেছেন তিনি। এরপরই আচমকা প্রীতি জিন্টার মনে হয়েছে যে তিনি ভুল ক্রিকেটারকে নিজের দলে নিয়ে ফেলেছেন। সেকথা তিনি নিলামদারকেও জানান। কিন্তু, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। শো- এর হোস্ট মল্লিকা সাগর জানিয়ে দেন যে একবার কোনও ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারকে নিলে তাঁকে আর ফেরত দেওয়া যায়না। তারপর থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে যে আদৌ শশাঙ্ককে নিজেদের দলে পাঞ্জাব কিংস রাখবে না ছেড়ে দেবে। কিন্তু কর্ণধারদের কথা শুনে আপাতত মনে হচ্ছে , তারা বেশ আশাবাদী শশাঙ্ককে নিয়ে।

 

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments