• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

অ্যানিম্যাল সিনেমার অখ্যাত এই অ্যাক্টর আসলে ভারতের সেরা ফিল্ম গুরু

ad

নীলাঞ্জন রায় চৌধুরী: 'অ্যানিম্যাল' সিনেমায় অন্তত একটা বিষয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পুরো নম্বর পাবেন, সেটি হলো এই সিনেমার কাস্টিং। আলফা মেলের চরিত্রে রনবীর কাপুরের অসাধারণ অভিনয়, ববি দেওলের ক্যারিশমার পাশাপাশি আরও একজন, যিনি অল্প সময় স্ক্রিনে থাকলেও নিজের তির্যক প্রতিভার জোরে সবার নজরে এসেছেন, যার গলার আওয়াজ ববি দেওলের রোলকে পূর্ণতা দেয় তিনি হলেন 'সেক্রেড গেমস' খ্যাত সৌরভ সচদেভা। ২০১৬ সালে নির্মিত 'মেরুন' ছবি দিয়ে তার বড়পর্দায় যাত্রা শুরু, সেখান থেকে অনুরাগ কাশ্যপের 'সেক্রেড গেমস'ওয়েব সিরিজে সুলেইমান ঈসার চরিত্র করে লাইমলাইটে আসেন। ২০২৩এই সুজয় ঘোষের সিনেমা 'জানে জা ' তে তাঁর নেগেটিভ চরিত্রে অভিনয় নজর কেড়েছিল।তার ফিল্ম কেরিয়ার বেশিদিনের না হলেও ফিল্মের উন্নতির সাথে তার যোগাযোগ বহুদিনের। ২০০১ সালে প্ৰখ্যাত থিয়েটার কোচ ব্যারি জনের কাছে থিয়েটার শেখা শুরু করেন। এই ব্যারি জনের সাথেই শাহরুখ খানও তাঁর থিয়েটার কেরিয়ার শুরু করেন। সৌরভ সচদেভা বছর দুয়েকের মধ্যেই থিয়েটার শিক্ষক হয়ে উঠেন। তার হাতে বহু প্রতিভার সঠিক বিকাশ হয়, যেমন রানা দাগগুবাতি, হর্ষবর্ধন রানে, ফ্রেইডা পিন্টো, দুলকার সালমান, রিচা চাড্ডা অথবা হালে অ্যানিম্যাল খ্যাত তৃপ্তি দিমড়ি। সাধারণত অন্যধারার সিনেমাতেই সৌরভকে বেশি দেখা যায়। প্রত্যেক ছবিতেই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে, প্রত্যেকটি চরিত্রকেই অনায়াসে বিশ্বাসযোগ্য করে তুলেছেন।

 

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments