• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

কেমন হল শাহরুখের ' ডাঙ্কি '? কেউ বলছে ভালো আবার কারোর কাছে খারাপ! তবে কি কোটির ক্লাবে ঢুকতে পারবে না এই ছবি?

ad

শীর্ষ টাইমস ডেস্ক:

কেউ বলছে খুব খারাপ, এ কি রদ্দি বানালেন রাজকুমার হীরানী! আবার কারোর কাছে এই সিনেমাই আবার অসাধারণ, একেবারে মার্ভেলাস! কেউ বলছে পুরো চিত্রনাট্যই দুর্বল, বস্তাপচা সেন্টিমেন্ট আর অতিঅভিনয়ে ঠাসা । আবার কারোর কাছে হাসি মজার সঙ্গে ইমোশনাল স্টোরির এক দুর্ধর্ষ প্যাকেজ। কেন এই মিক্সড রিভিউ? তাহলে কি এত উত্তেজনা সব মাটি? না কি আরেকটা বক্সঅফিস সফল মাস্টারপিসের জন্ম!

গতকাল রিলিজ করেছে শাহরুখ খানের এই বছরের তৃতীয় ছবি ' ডাঙ্কি '। আর তা নিয়ে তো ফ্যানদের উত্তেজনা বরাবরের মতই তুঙ্গে। এমনকি দুবাইতে বুর্জ খলিফার গায়ে ট্রেলার লঞ্চ বা আকাশে লাইট শোয়ের মাধ্যমে হয়েছে জোরদার প্রচারও। আবার মুম্বাইয়ে ভারতের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ গেইটি গ্যালাক্সিতে এই প্রথম কোনও ছবির প্রথম শো দেখানো হয় ৫:৫৫ মিনিটে। এই প্রথম রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করছেন কিং খান, সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশলের মত কলাকুশলীরা। কিন্তু মুক্তির পর হলফেরতা দর্শক, ক্রিটিক, ফিল্ম সমালোচক সবাই রিভিউএর ক্ষেত্রে দু'ভাগ হয়ে গেলেন। কারোর বক্তব্য, শুধু কিং খানের উপর আস্থা রেখেই নাকি ছবি তৈরি হয়েছে, তেমন কোনও টানটান চিত্রনাট্য নেই। আবার কেউ বলছে, বড়দিনের দেখার জন্য বেশ ভালো ছবি, হাসি - ঠাট্টা ও ইমোশনে ভরা। কেউ বলছে দুর্বল চিত্রনাট্য আবার কারোর মতে ইমোশনাল রোলার কোস্টার। আসলে ছবিটা কেমন হয়েছে? বা কতটা ভালো? নাকি শাহরুখ খানের নামেই এই ছবি নিয়ে এত রমরমা? অবশ্য কোনটা ঠিক, কোনটা ভুল তা জানতে গেলে অবশ্যই আপনার উচিৎ নিজে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখে আসা।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments