• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

' ডাঙ্কি' সাফল্যের মধ্যেই এই ছবিকে ঘিরে নতুন তথ্য! কেন বাদ গেল শানের গান ?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখের 'ডাঙ্কি'। প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে ছবি করলেন কিং খান। ছবি মুক্তির প্রথম দিনই সিনেমাহল একেবারে হাউসফুল। দর্শকরা ছবির প্রশংসায় পঞ্চমুখ। সোশ্যাল মিডিয়ায় রীতিমত চর্চা চলছে ডাঙ্কি নিয়ে। শুধু তাই নয়, বহু বলি তারকারাও ছবির তুমুল প্রশংসা নিয়ে করছেন। 

এরই মধ্যে ছবি নিয়ে এক অন্য কথা প্রকাশ্যে আনলেন গায়ক শান। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে তিনি সরাসরি জানিয়েও দেন। গায়ক জানান, তাঁর গান 'ডাঙ্কি' ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। গানের নাম 'দুর কাহি দুর'। শ্রেয়া ঘোষালের সঙ্গে ডুয়েট গানটি করেন শান। এমনকি কাশ্মীরে গানের শ্যুটিং-ও হয়। কিন্তু শেষমেষ কেন গানটি পরিচালক ছবিতে রাখলেন না?

ডাঙ্কি' মুক্তির পরই গায়ক শান এর কারণ প্রকাশ্যেও আনেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'সুপ্রভাত, আজ ডাঙ্কি দিন, আমি খুবই উত্তেজিত। ছবিটি দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি নিশ্চিত সবাই ছবিটি দেখে খুব ভাল লাগবে। তবে আমি সবাইকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে কেন আমার গাওয়া গানটি ছবিতে রাখা হয়নি। 'দুর কাহি দুর' আমার আর শ্রেয়ার ডুয়েট গান এবং এর শ্যুটিং কাশ্মীরে করা হয়েছিল। কিন্তু সম্পাদনা করার জন্য রাজকুমার হিরানি গানটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওঁনার সঙ্গে আমার সম্পর্ক খুব ট্রান্সপারেন্ট, এবং আমি সত্যিই এটির প্রশংসা করি। আমি ওঁনার দিকটাও বুঝতে পেরেছি, ছবির স্বার্থেই তাঁর এই সিদ্ধান্ত। আশা করছি, আপনারা আগামী কোনও ছবিতে গানটি শুনতে পারবেন।' 

অনেক নেটিজেন গায়কের এই পোস্টে সমবেদনার সঙ্গে কমেন্ট করেন। কেউ লেখেন,'এটা জেনে খুব খারাপ লাগল।' অন্য একজন আবার লেখেন, 'আমি দুঃখিত কারণ মনে হচ্ছে একটি ভাল গান আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তবে আশা করি আমরা সত্যিই এটি একদিন শুনতে পাব।'তবে এই বিষয় শ্রেয়া ঘোষাল, রাজকুমার হিরানি এবং শাহরুখ খান কোনও মন্তব্য প্রকাশ করেনি। প্রসঙ্গত এই ছবিতে মোট চারটি গান আছে, অরিজিত সিংয়ের গাওয়া প্রথম গান 'লুট পুট গয়া'। দ্বিতীয় গান 'নিকলে থে হাম কভি ঘর সে'। এছাড়াও আছে 'ও মাহি' এবং  'বান্দা'।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments