• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

সরকারি চুক্তিতে স্বাক্ষর না করে , আইপিএল খেলতে চাওয়ায় তিন খেলোয়াড়কে বহিষ্কার করার পথে আফগানিস্তান ক্রিকেট বোর্ড!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: মুজিব উর রহমান , নবীন উল হক এবং ফজলহক ফারুকিকে বড় সড় শাস্তি দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দেশের হয়ে খেলাকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য এই তিন আফগান ক্রিকেটারের উপরে নেমে আসে শাস্তির খাঁড়া। ২০২৪ সালের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে না তাঁদের। আগামী ২ বছর কোনও ধরনের টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারবেন না তাঁরা। আফগান ক্রিকেট বোর্ড এই ত্রয়ীকে এনওসি দেবে না বলে স্থির করেছে। 

এদিকে মুজিবকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ ঘোষণা করায় চাপে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিনের ব্যাক আপ হিসেবে আফগান স্পিনার মুজিব উর রহমানকে নেওয়া হয়েছিল এবারের নিলামে। মুজিব যদি সত্যিই খেলতে না পারেন, তাহলে তাঁর বিকল্প কে হবেন নাইট রাইডার্সে? মুজিবকে নিলামে ২ কোটি টাকার বিনিময়ে কিনেছিল কেকেআর। এই আফগানিস্তান ক্রিকেট বোর্ড তিন আফগান ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ ঘোষণা করায় সমস্যা বাড়ল কেকেআর শিবির। নবীন উল হক আবার লখনউ সুপার জায়ান্টসের প্লেয়ার। গতবারের আইপিএলে খেলার মধ্যেই বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নবীন। তার জের চলে বহুদিন। অন্যদিকে ফজলহক ফারুকিকে রিটেইন করেছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্য দুই ফ্র্যাঞ্চাইজিও কিন্তু সমস্যায় পড়বে আফগান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের ফলে। 

প্রসঙ্গত, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তিন ক্রিকেটার আফগান ক্রিকেট বোর্ডের নব্য চুক্তিতে সই করতে চাননি। তার উপরে ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁদের খেলতে দেওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন বোর্ডের কাছে। আফগান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ”ওরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চেয়েছিল। কেন্দ্রীয় চুক্তিতে সই করতে রাজি নয়। দেশের হয়ে না খেলে ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ দেখাই ওদের আসল উদ্দেশ্য। তারা নিজেরাই আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য করল।” এই এনওসি নিয়ে আপাতত কোনও পদক্ষেপ নেয়নি এসিবি। কিন্তু এখন এই খেলোয়াড়দের ভবিষ্যত নির্ভর করছে বোর্ডের হাতে।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments