• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

নতুন বছরের নতুন চমক এসআরকে ফ্যানদের জন্য! 'ধুম ৪' ছবিতে দেখা যাবে শাহরুখকে!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: ২০২৩ সাল শাহরুখের জন্য দারুণ লাকি। বছরের শুরুতে ব্লকবাস্টার ‘পাঠান’। তার পর বছরের মাঝে এসে ‘জওয়ান’। বছরের শেষ শাহরুখ করলেন সুপারহিট ‘ডাঙ্কি’ দিয়ে। ঝুলিতে তিনটে সফল ছবি নিয়ে এবার নতুন বছরেও চমক দিতে তৈরি এসআরকে। বলিউড সূত্র বলছে, এবার নাকি শাহরুখকে দেখা যাবে বহু প্রতীক্ষিত ধুমের ফ্র্যাঞ্চাইজিতে।  ‘ধুম ৪’ ছবিতে দেখা যাবে শাহরুখকে!

গপ্পোটা একটু বিশদে বলা যাক বরং। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবিতে শাহরুখ ধুন্ধুমার অ্যাকশন অবতারে। ‘ডাঙ্কি’তে অল্প হলেও, রোমান্টিক নায়ক হয়েছিলেন বলিউডের বাদশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, ‘আজকাল অ্যাকশন করতে দারুণ লাগছে।’ শাহরুখের একথা থেকেই সূত্র টেনে খবর রটেছে, আদিত্য চোপড়া নাকি এবার শাহরুখকে নিয়ে তৈরি করতে চলেছেন ‘ধুম ৪’। চিত্রনাট্য নাকি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং তা নাকি পড়েও ফেলেছেন কিং খান। ধুম ফ্রেঞ্চাইজির শেষ ছবি 'ধুম ৩' - এ দেখা গেছিল আমির খানকে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধতে। শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই নাকি আদিত্য চোপড়ার তরফ থেকে ঘোষণা করা হবে এই ছবির। এর আগে খবরে এসেছিল ধুম ৪ ছবিতে নাকি থাকছেন দীপিকা পাড়ুকোন। এমনকী, সলমন খানেরও নাম এসেছিল। তবে বলিউড সূত্র বলছে, দীপিকা ও শাহরুখকেই জুটি হিসেবে ভাবছেন আদিত্য চোপড়া। তবে এ ব্যাপারে আপাতত মুখে কুলুপ এঁটেছে যশরাজ।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments