• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Life Style

শীতকালে মাথায় অতিরিক্ত খুশকি থেকে বাঁচতে, অবলম্বন করুন এই পদ্ধতি

ad

শীর্ষ টাইমস ডেস্ক: শীত এবং খুশকি এই জুটিতে নাজেহাল সাধারণ মানুষ ৷ ঠান্ডার আমেজ উপভোগ করবেন না মাথা থেকে খুশকি দূর করবেন, তাই ভেবে পান না কেউই। শুষ্ক, ঠান্ডা হাওয়ায় উপদ্রব শুরু করে ম্যালাসেজিয়া ছত্রাক৷ এই ছত্রাকের ফলেই মাথায় খুশকি হয়৷ এছাড়াও স্ট্রেস, জলবায়ুর পরিবর্তন, অত্যধিক ফ্যাটজাতীয় খাবার খাওয়া, এমনকি দূষণের কারণেও খুশকি হতে পারে।

ঘরোয়া উপায়ে একদিনেই খুশকি দুর করা সম্ভব। তার জন‍্য প্রয়োজন পাঁচটে নিম পাতা,আধ টুকরো লেবু,অল্প চাল।নিম পাতা,লেবু,চাল জলে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে জল ছেঁকে নিতে হবে।তা মেশাতে হবে শ‍্যাম্পুর সঙ্গে।পুরো চুল ধুয়ে ফেলতে হবে। নিমের অ্যান্টি ফাঙ্গাল গুণ খুশকির সমস্যা চুটকিতেই সারিয়ে তুলতে পারে। চাল ধোয়া জলে ভিটামিন বি, সি, আই, ফলিক অ্যাসিড রয়েছে। আর ম্যাগনেশিয়ামে ভরা থাকে এই জল। লেবুর রসে থাকা অ্যাসিড দূর করবে খুশকি ও চুলকানি।মাথার ত্বকের তৈলাক্ত ভাব দূর করে লেবু।নিম পাতা,লেবু,চাল দেওয়া জলটি ফুটিয়ে নামিয়ে তার সঙ্গে মেশাতে হবে শ‍্যাম্পু।চুলের ঘনত্ব ও দৈর্ঘ্যের ওপর নির্ভর করে এই শ‍্যাম্পু মেশাতে হবে।চুল ধুয়ে নিয়ে মাথায় ঠান্ডা জল ঢেলে নিতে হবে।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments