• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

ওরির সঙ্গে ঝামেলায় জড়ালেন পলক! ক্ষমা চাওয়ার চ্যাট ফাঁস নেট দুনিয়ায়

ad

শীর্ষ টাইমস ডেস্ক: বলিউডে এখনও পা রাখেননি সইফ পুত্র। তবে ইতিমধ্যেই চর্চায় তাঁর প্রেম। শ্বেতা তিওয়ারি কন্যা তথা বলিউডের ‘বিজলি গার্ল’ পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিমের প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে। নতুন বছরেও একসঙ্গে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন তাঁরা। সারার সঙ্গে গলায় গলায় সম্পর্ক ওরির। একসঙ্গে প্রায়শই পার্টি করেন তাঁরা, অথচ ইব্রাহিমের প্রেমিকার সঙ্গে এবার ঝামেলায় জড়ালেন ওরি! পলক-ওরির ব্যক্তিগত চ্যাট ফাঁস হতেই সোশ্যাল মিডিয়ায় হইচই। ফ্যানেদের প্রশ্ন কী সমস্যা হল দুজনের মধ্যে?

ভাইরাল চ্যাটে দেখা গেল ওরির কাছে ক্ষমা চাইছেন পলক। কিন্তু ক্ষমা করা তো দূর অস্ত উলটে পলককে মধ্যমার ইমোজি পাঠান ওরি। ঠিক কী রয়েছে সেই চ্যাটে? শুরুতে পলক লেখেন, ‘পলক বলছিলাম, যদি তুমি ক্ষমাই চাও তাহলে…’। পলকের বক্তব্য শেষ হওয়ার আগেই মধ্যমার ইমোজি পাঠান ওরি। তারপর পলক পালটা লেখেন, ‘সারাকে সম্মান করি, সেই থেকেই আমি বলছিলাম’। বেশ কড়া সুরেই লেখেন-'না,সোনা। আমি দুঃখিত। হয় তুমি নিজের আত্ম-সম্মানের জন্য (সারার জন্য নয়) ক্ষমা চাও। কারণ তুমি জানো না কীভাবে কথা বলতে হয়'। পলক শেষে জানান, 'আমি ক্ষমা চেয়ে নিলাম'। সোশ্যাল মিডিয়ায় এই চ্যাট ভাইরাল হতেই ফের হইচই কোন সারার কথা বলছেন পলক? বেশিরভাগেরই মত চর্চিত বয়ফ্রেন্ডের দিদি সারা আলি খানের নামই এখানে নিয়েছেন পলক। পলকের দায়সারা ক্ষমাপ্রার্থনায় মন গলেনি ওরির। কিন্তু কী কারণে ঝামেলা দুজনের তা স্পষ্ট নয়।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments