• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

টেস্ট ক্রিকেটের মৃত্যু আসন্ন, নতুন বছরের শুরুতেই কেন বললেন স্টিভ ওয়াহ!

ad

নীলাঞ্জন রায়চৌধুরী : বছরের শুরুতেই আইসিসি এবং অন্যান্য বড় বড় দেশের ক্রিকেট বোর্ডকে এক হাত নিলেন স্টিভ ওয়া। ভারতের সাথে এই টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের সাথে দুই মাসের লম্বা টেস্ট সফর করতে চলেছে। এই টেস্ট সফরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড তাদের দ্বিতীয় সারির দল পাঠাবে এমন ঘোষণা করেছে। এর কারণ হিসেবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সি এস এ বিবৃতি দিয়েছে যে, সাউথ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এস এ টুয়েন্টি এবং ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট অর্থাৎ আইপিএল খেলতে তাদের দেশের প্রথম সারির প্লেয়াররা চলে যাবে। এতে বেজায় চটেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি ক্যাপ্টেন স্টিভ ওয়া। তিনি বলেছেন আমি নিউজিল্যান্ড হলে এই টেস্ট সিরিজ খেলতাম না কারণ এটা দেশের প্রতি অপমান সূচক। স্টিভ ওয়া আরো বলেছেন যে দক্ষিণ আফ্রিকার মত ক্রিকেটের প্রথম সারির দেশ যদি এভাবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য টেস্ট সফর বাতিল করতে থাকে সেক্ষেত্রে ধরে নিতে হবে টেস্ট ক্রিকেটের আর তেমন গুরুত্ব নেই। এতে ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হবে। ডাব্লু জি গ্রেস যে ক্রিকেট শুরু করেছিলেন, যে ক্রিকেট পরিশীলিত এবং পুষ্ট হয়েছে স্যার ডন ব্র্যাডম্যান অথবা স্যার গার্লফিল্ড সোবাস এর মত কিংবদন্তির হাতে, সেই মহান খেলার মৃত্যু আসন্ন।

এটা লক্ষ্য করার মত বিষয় যে গত বছর দক্ষিণ আফ্রিকা এই একই কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সফর বাতিল করেছিল। এই বছরেই গ্রীষ্মে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার কথা আছে। শোনা যাচ্ছে তারাও তাদের পুরো শক্তির দল পাঠাবে না। স্টিভ ওয়া ভয় পাচ্ছেন যে এই ধারা চলতে থাকবে। এর কারণ হিসাবে তিনি বলেছেন যে হয়ত টি-টোয়েন্টি ক্রিকেটে খেলোয়াড় প্রতি পারিশ্রমিকের তুলনায় টেস্ট ক্রিকেটের পারিশ্রমিক নগণ্য, তাই প্রথম সারির খেলোয়াররা দেশের প্রতি দায়বদ্ধতাকে ভুলে গিয়ে বেছে নিচ্ছে আদ্যোপান্ত ব্যবসায়িক খাতে তৈরি হওয়া লাভজনক টি-টোয়েন্টি টুর্নামেন্ট গুলোকে।

এর প্রতিকার হিসাবে স্টিভ ওয়া বলেছেন যে, টেস্ট ক্রিকেটের পারিশ্রমিক আরও বাড়াতে হবে যাতে নিজের দেশের খেলোয়াড়দের ধরে রাখা যায়। ক্রিকেটের প্রথম সারির দেশ যেমন ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদের একজোট হয়ে টেস্ট ক্রিকেটকে বাঁচাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। আইসিসির বার্ষিক লাভের সঠিক বিনিয়োগ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। টেস্ট ক্রিকেট আদৌ তার হারানো জৌলুস ফিরে পাবে কিনা সেটা অবশ্য সময় বলবে।

 

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

You can share this post!

Leave Comments