শীর্ষ টাইমস ডেস্ক: মালাইকা আরোরা আর অর্জুন কাপুরের বিচ্ছেদ নিয়ে চলছে চর্চা মাসখানেক ধরেই। শুধু তাই নয়, আরবাজ আর সুরা খানের বিয়ের পর থেকে তা আরও জোরালো হয়েছে। গত ৪ বছর ধরে সম্পর্কে আছেন বলিউডের দুই তারকা। তবুও তাঁদের বয়সের পার্থক্য, মালাইকার প্রথম বিয়ে ভেঙে যাওয়ার কারণে কম কটাক্ষের মুখে পড়েননি দুজনে।
সম্প্রতি ঝলক দিখলা যা শো-তে বিয়ে নিয়ে মালাইকার মুখ থেকে এমন কিছু কথা সামনে আসে, তা তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে নতুন করে হাওয়া দেয়। এই ডান্স রিয়েলিটি শো-র বিচারক তিনি। আর শো চলাকালীন সহ-বিচারক ফারহা খান তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে মালাইকার জবাব ছিল, ‘কেউ বিয়ের প্রস্তাব দিলেই বিয়েটা করে নেব আমি!’ আর এই কথা শুনে অনেকেরই মনে হয়েছিল বুঝি বা প্রেম করলেও, কমিটমেন্টে ভয় পাচ্ছেন অর্জুন। আসলে মালাইকা-অর্জুনের বয়সের ১১ বছরের ফারাকই নাকি এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে শোনা যায় টিনসেল টাউনে। এমনকী, বাবা বনি চান না ছেলে কোনও ডিভোর্সিকে বিয়ে করুক, শোনা যায় এমনটা। মালাইকার পারিবারিক অনুষ্ঠানে একাধিকবার অর্জুনকে দেখা গেলেও, কাপুরদের আড্ডায় মিসিং থাকেন মালাইকা।
তবে এবার মালাইকা যেন ফু করে ওড়ালেন বিচ্ছেদের গুঞ্জন। বরং, প্রেমিককে নিয়ে পোস্ট করলেন ইনস্টা স্টোরিতে। রণবীর সিং আর অর্জুন কাপুরের ভিডিয়ো শেয়ার করে লিখলেন, ‘কুলেস্ট ডিজে’। রণবীর আর অর্জুনের বন্ধুত্ব নিয়ে নতুন কিছু বলার নেই। দুজনে একসঙ্গে কাজ করেছিলেন ২০১৪ সালে ‘গুণ্ডে’ ছবিতে। তবে মালাইকা-অর্জুনের বিয়ে নিয়ে নানা টালবাহানা চললেও, বিয়ে করে ফেলেছেন আরবাজ খান ডিসেম্বরের শেষেই। মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেছেন সলমনের ভাই। মালাইকার সঙ্গে ডিভোর্সের পর জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্ক ছিল আরবাজের। কিন্তু বিচ্ছেদ হয় দুজনের ২০২২ সালেই। আর ২০২৩ সালে বিয়ে করলেন তিনি সুরাকে। তবে বিয়ের আগে কাকপক্ষীতেও টের পায়নি এই সম্পর্ক।
ছবি: সংগৃহীত
Leave Comments