• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

প্রথমবার বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন শাহিদ - কৃতি!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: দেখতে দেখতে ২০২৪ সালের আজ ১০ দিন। ২০২৩ সালেও বলিউড যেমন একাধিক চমক দিয়েছিল দর্শকদের, তেমনি ২০২৪ সালেও ভক্তদের জন্যে রয়েছে বলিউডের একাধিক চমক। যার আভাস আগেই দিয়েছে বলিউড। এ বছর বলিউডের বক্সঅফিসে রাজত্ব করবে একাধিক সুপারস্টারের চলচ্চিত্র। যার মধ্যে আছে, বলিউডের নতুন জুটি শাহিদ কাপুর এবং কৃতী শ্যাননের 'তেরি বাতো মে এয়সা উলঝা জিয়া' ছবিটিও। জানুয়ারি পেরোলেই ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। দীর্ঘ ১ সপ্তাহ জুড়ে চলবে ভ্যালেন্টাইনস ডে।

তাই প্রেমের সপ্তাহে বলিউড কোনও প্রেমের ছবি আনবে না তা কী হতে পারে! তবে হ্যাঁ, এতদিন শাহিদ-কৃতির ছবির পোস্টার মুক্তি পেলেও সামনে আসেনি ছবির শিরোনাম। অবশেষে সামনে এল শাহিদ-কৃতির নতুন ছবির নাম। ১০ জানুয়ারী, নির্মাতারা ছবিটি থেকে একটি নতুন পোস্টার প্রকাশ করে ছবির শিরোনাম উন্মোচন করেছেন। যার নাম 'তেরি বাতো মে এয়সা উলঝা জিয়া'। ছবিটি মুক্তি পাবে আগামী ৯ ফেব্রুয়ারি।

ছবিটির পোস্টার দেখে ভালই বোঝা যাচ্ছে যে, ছবিতে শাহিদ-কৃতির দুর্দান্ত 'লাভ অ্যাঙ্গেল' রয়েছে। এদিন তাঁর ছবির পোস্টার ভাগ করে অভিনেত্রী কৃতি স্যানন লিখেছেন, 'এই ভ্যালেন্টাইনস সপ্তাহে, অসম্ভব প্রেমের গল্পের অভিজ্ঞতা দিতে আমরা আসছি!' অন্যদিকে শাহিদ কাপুরও তাঁর ছবির পোস্টার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। উল্লেখ্য, 'তেরি বাতো মে এয়সা উলঝা জিয়া' ছবিতে রোবটের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন। অন্যদিকে, শাহিদ কাপুর একজন রোবটিক বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করছেন। অসম্ভব প্রেমের কাহিনী দিয়েই সেজে উঠেছে এই ছবি। জিও স্টুডিও এবং দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস দ্বারা সমর্থিত, রোমান্স সিনেমাটি লিখেছেন এবং পরিচালনা করেছেন অমিত যোশি এবং আরাধনা সাহ। তবে ছবিটি একাধিক বিলম্বের পরে অবশেষে ৯ ফেব্রুয়ারি মুক্তির জন্যে প্রস্তত।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments