শীর্ষ টাইমস ডেস্ক: বিগ বসের ঘরে প্রতিযোগী অঙ্কিতা লোখান্ডে আর ভিকি জৈনর বিবাহিত সম্পর্ক প্রথম থেকেই আছে আলোচনায়। একাধিক এপিসোডে তু তু ম্যায় ম্যায়-এ জড়াতে দেখা গিয়েছে দম্পতি। একে-অপরকে তুই-তোকারি করা থেকে শুরু করে গালি-গালাজ, হাতাহাতি, হয়েছে সবকিছুই। তবে ভিকির মা সেটে আসার পর আরও বড় হয়েছে ফাটল। এবার বরের থেকে ‘ব্রেক’ চাইছেন 'পবিত্র রিস্তা'- এর অভিনেত্রী।
বিগ বসের নতুন প্রোমো এসেছে সামনে। যেখানে দেখা যাচ্ছে বাগানে বসে আছে অঙ্কিতা। পাশে শুয়ে ভিকি। ভিকির চুল নিয়ে খেলা করছেন তিনি। অঙ্কিতাকে প্রশ্ন করেন ভিকি, মনখারাপের কারণ। জবাবে অভিনেত্রী জানান, তিনি নিজেদের সম্পর্ক নিয়ে ভাবছেন এবং কীভাবে সবাই তাঁকে ভুল ভাবছে, সেটাও প্রভাব ফেলছে তাঁর মধ্যে। ভিকি যদিও বউকে শান্ত করার জন্য বলেন, কে কী বলছে তাতে তাঁর কিছু এসে যায় না। তবে অঙ্কিতা সাফ জানান, তাঁর উপর প্রভাব ফেলছে এসব। অঙ্কিতাকে বলতে শোনা যায়, ‘আমি খুব ভালোবাসা দিয়েছি সকলকে। আর কেউ যদি এখন আমার উপর প্রশ্ন তোলে, তাহলে আমার উপর তা প্রভাব তো ফেলবেই। এরপরই বরাবরের মতো বউয়ের দিকে অভিযোগের আঙুল তোলেন ভিকি। একএক করে গোনাতে শুরু করেন, অঙ্কিতার কোন কোন স্বভাব তাঁর পছন্দ নয়। এরপরই ভিকিকে অঙ্কিতা প্রশ্ন করেন, ‘তুমি কি তাহলে ব্রেক চাও আমার থেকে?’ এমন প্রশ্ন আসায় বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে যান ভিকি। অঙ্কিতাকে নিজের প্রশ্ন ফের করতে দেখা যায়। বউয়ের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকা ভিকিকে দিয়েই শেষ হয় এপিসোডের প্রোমো।
চলতি সপ্তাহে ফ্যামিলি উইকে ভিকি জৈন-র মা বিগ বসের ঘরে প্রবেশ করেন। আর সেখানেই কথা প্রসঙ্গে শাশুড়ির মুখ থেকে জানতে পারেন, একবার তিনি যখন ইয়ার্কি মেরে চপ্পল ছুঁড়ে মেরেছিলেন ভিকির দিকে, তা দেখে খুব রেগে গিয়েছেন শ্বশুর। শুধু তাই নয়, সোজা ফোন লাগিয়েছেন অঙ্কিতার মা-কে। প্রশ্ন করেন, ‘আপনিও কি আপনার স্বামীকে এভাবে জুতো দিয়ে পেটাতেন?’ তবে শাশুড়ির মুখে এমন কথা শুনে মনে আঘাত পান অঙ্কিতা। বাবাকে হারিয়েছেন সদ্য। মা একা। এই অবস্থায় তাঁদের স্বামী-স্ত্রীর ঝামেলাতে মা-কে কথা শোনানো মেনে নিতে পারেননি অভিনেত্রী।
ইতিমধ্যেই বিগবস প্রেমীরা ভবিষ্যতবাণী করছেন, শো থেকে বেরিয়ে হয়তো অঙ্কিতা - ভিকির রাস্তা আলাদা হয়ে যাবে। তারা হয়তো একে অপরকে ডিভোর্স দেওয়ার কথাই ভাববে। কারণ বিগবস প্রেমীদের মতে তাঁরা হলেন সবচেয়ে বেমানান জুটি।
ছবি: সংগৃহীত
Leave Comments