• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

জল্পনার অবসান ঘটিয়ে শুটিং শুরু হতে চলেছে ' দাদা '- র বায়োপিকের!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: ধোনি এবং সচিনের পর বায়োপিকের ইঁদুর দৌড়ে এগিয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। কিন্তু, বড় পর্দায় 'দাদা' কে হবেন তা নিয়ে ২০২১ থেকেই আলোচনা চলছিল। প্রাথমিকভাবে উঠে এসেছিল রণবীর কাপুরের নাম। যদিও অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন তিনি এই ছবির সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। এরপর শোনা যায় আয়ুষ্মান খুরানাই অনস্ক্রিন সৌরভ গঙ্গোপাধ্যায় হিসেবে 'ফাইনাল চয়েস'। কিন্তু, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নির্দেশনার দায়িত্বে কে থাকছেন? জানা গিয়েছিল রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত দায়িত্বে থাকছেন। কিন্তু, লেটেস্ট রিপোর্ট বলছে, বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় বড় পর্দায় তৈরি হচ্ছে মহারাজার বায়োপিক। লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গের যৌথ প্রযোজনায় মুক্তি পাবে ছবিটি। চলতি বছরের মাঝামাঝি সময়ই শুরু হবে সৌরভের বয়োপিকের শ্যুটিং।

রিপোর্ট মোতাবেক, বিক্রমাদিত্য আর আয়ুষ্মান দুজনেই সৌরভের বায়োপিকের জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। ক্রিকেটারের চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখাটা বাধ্যতামূলক। সেই জন্য নাকি আয়ুষ্মান জোরকদমে শরীরচর্চাও করছেন। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির জন্য প্রথম পছন্দ ছিলেন বিক্রমাদিত্য মোতওয়ানে। কিন্তু, পরিচালক এই প্রজেক্ট তামিল পরিচালক ঐশ্বর্য রজনীকান্তকে দিয়ে দেন। কিন্তু, লেটেস্ট খবর অনুযায়ী, সৌরভের বায়োপিক তৈরি করছেন বিক্রমাদিত্যই। বড় পর্দায় সৌরভের জীবনীকে নিখুঁতভাবে পরিবেশনের হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন বলেই খবর। বলিউডে বায়োপিকের ট্রেন্ড বেশ সফল। এর আগে অনেক ক্রিকেট তারকাদের  বায়োপিক দেখা গিয়েছে বড় পর্দায়। সৌরভের বায়োপিকও বাণিজ্যিকভাবে কতটা সফল হবে এখন সেটাই দেখার। সূত্রের খবর, প্রযোজক অঙ্কুর গর্গ আর লভ রঞ্জন সৌরভের সঙ্গে বায়োপিক সংক্রান্ত কথা বলতে কলকাতায় আসেন।

জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়েক ক্রিকেট কেরিয়ার ছাড়াও মহারাজের জীবনের অন্যদিকগুলিকেও তুলে ধরা হবে বায়োপিকে। সৌরভের চার-ছক্কা থেকে বিসিসিাইয়ের প্রেসিডেন্ট হওয়ার জার্নির সঙ্গে থাকবে স্ত্রী ডোনার সঙ্গে সম্পর্কের রসায়নও। ছবি জুড়ে আবর্তিত হবে সৌরভের কভার ড্রাইভ থেকে অধিনায়কত্বের গুণাবলী। সিনেমার প্রতি দর্শকের টানটান উত্তেজনা ধরে রাখতে দেখানো হবে দাদার জীবনের অজানা কাহিনি।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments