• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

এবার পোস্টার থেকেও বাদ রোহিত! কিসের ইঙ্গিত দিচ্ছে মুম্বাই?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: ক্যাপ্টেন্সি গিয়েছে আগেই। তার পরও কি ছাঁটাই করা যায়? এ বার যদি ছেঁটে ফেলা হয়, তা হলে বাদই দিতে হবে টিম থেকে। সেই দিকেই কি গড়াচ্ছে পরিস্থিতি? তেমন হয়তো নয়, কিন্তু যা ঘটল রোহিত শর্মার সঙ্গে, তা কম অসম্মানের নয়। এমনই মনে করছেন মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তরা। হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে হঠাৎই নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে রোহিতের। পাঁচ বার মুম্বইকে আইপিএল জেতানো রোহিতকে কেন এ ভাবে সরানো হল, তা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন মুম্বইয়ের ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় প্রভাবও পড়েছিল তার। হঠাৎই কমে গিয়েছিল তাদের ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম ফলোয়ার। এ বারও যা সোশ্যাল মিডিয়ায় যা করল মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট, তাতে বিক্ষোভ শুরু হয়ে যেতে পারে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবলে ভালো জায়গায় থাকতে হলে এই সিরিজ ভারত ও ইংল্যান্ড উভয়ের কাছেই খুব গুরুত্বপূর্ণ। হার-জিতের চরম টক্কর শুরুর আগেই যে এমন কিছু ঘটাবে মুম্বই ইন্ডিয়ান্স, তা কেউই হয়তো ভাবেননি। প্রথম দুই টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই টিম সব আইপিএল ফ্র্যাঞ্চাইজিই তাদের এক্স, ইন্সটা, ফেসবুক হ্যান্ডলে দিয়েছে। তাতে নিজেদের মেম্বারের ছবিও হাইলাইট করা হয়েছে। কিন্তু এমআই এর পোস্টারে  তিনজনের মধ্যে দু’জন মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ারই নন। ওই পোস্টারে দেখা গিয়েছে লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার ও জসপ্রীত বুমরার ছবি। তার থেকেও বড় ঘটনা হল, রোহিতের ছবিই ব্যবহার করা হয়নি পোস্টারে। কেন? সে উত্তর অবশ্য মেলেনি। কিন্তু ভক্তরা তা মেনে নিতে পারছেন না।

এই মুহূর্তে রোহিত কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের খুব স্পর্শকাতর একটা বিষয় হয়ে গিয়েছেন। ওই পোস্টারের তলায় একজন লিখেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স তো দেখছি টিমের সেরা প্লেয়ারকে সম্মানই জানাতে পারে না। রোহিতের জন্য খুব খারাপ লাগছে। ও কেরিয়ারের বেশিরভাগ সময়টা একটা টিমকে দিয়ে দিয়েছে।’ আর একজন লিখেছেন, ‘পোস্টার থেকেও রোহিতকে ছেঁটে ফেলা হল?’

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments