শীর্ষ টাইমস ডেস্ক: মনোজ কুমার শর্মার কাহিনি তো এখন অনেকেই জানেন। একজন সামান্য অটোচালক, আটা চাকির কর্মী থেকে কীভাবে কঠোর পরিশ্রম আর কঠিন সংকল্পে দেশের সবথেকে কঠিন পরীক্ষা আইপিএস অফিসার হয়ে ওঠেন, সেই কাহিনি আবার উঠে এসেছে সদ্যমুক্তিপ্রাপ্ত ' টুয়েলভথ ফেল 'ছবিতেও। ছবিতে দেখা গিয়েছিল মনোজকে প্রথম দিল্লিতে নিয়ে আসেন 'প্রীতম পাণ্ডে' নামের এক যুবক। তিনি না থাকলে দিল্লিতে এসে মনোজের পড়াশোনা করাও হত না, আবার মনোজের কাহিনি সারা দুনিয়া জানতেও পারত না এই পাণ্ডে না থাকলে। কিন্তু জানেন কি বাস্তবে আইপিএস মনোজ কুমার শর্মার জীবনে 'পাণ্ডে' কে?
বিধু বিনোদ চোপড়ার ছবি 'টুয়েলভথ ফেল' যে উপন্যাসের কাহিনির উপর নির্মিত সেই কাহিনির স্রষ্টা অনুরাগ পাঠক। আর সেই অনুরাগ পাঠকই মনোজের জীবনের আসল 'পাণ্ডে'। সম্প্রতি ইনস্টাগ্রামে মনোজ এবং শ্রদ্ধা যোশীর সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছেন অনুরাগ পাঠক আর মুহূর্তের মধ্যেই তা রীতিমত ভাইরাল হয়ে পড়ে।
একটি সাক্ষাৎকারে আইপিএস মনোজ কুমার শর্মা জানান, অনুরাগ পাঠক আদপে একজন সত্যিকারের বন্ধু। তাঁর মত করে মনোজের জীবনে আর কেউ এতটা সাহায্য করেননি কখনও। মনোজের কথায়, 'অনেকসময় অনুরাগ আমাকে ওর মানিব্যাগ হাতে দিয়ে সেখান থেকে আবার ৮ টাকা চাইত চাউমিন খাওয়ার বিল মেটানোর জন্য।'
ছবিতে প্রীতম পাণ্ডের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, অনন্ত ভি যোশী এই চরিত্রে অভিনয় করেছিলেন। তিনিই মনোজকে ইউপিএসসি-র এই বিশাল দুনিয়ার সঙ্গে পরিচয় করান। মনোজের অফিসার হয়ে ওঠার পথে তাঁর ভূমিকাও কম কিছু ছিল না। এই ছবির কথক মূলত পাণ্ডেই যেখানে মূল উপন্যাসে কথক অনুরাগ পাঠক নিজে। মনোজ কুমার শর্মার জীবনে তিনিই যে বাস্তবের 'পাণ্ডে' !
ছবি: সংগৃহীত
Leave Comments