শীর্ষ টাইমস ডেস্ক: মাঠের মধ্যে হোক কিংবা মাঠের বাইরে, ভারতীয় ক্রিকেটের 'ঈশ্বর' তথা মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে খুব কমই রাগতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি মাঝেমধ্যেই ছবি এবং ভিডিয়ো পোস্ট করে থাকেন। সেখানে তাঁর শান্ত এবং সরল ব্যবহার সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু, সোমবার সচিন এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। পাশাপাশি তাঁর যাবতীয় ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছে। আসলে সচিনের একটি ইন্টারভিউয়ের ফেক ভিডিয়ো করা হয়। আর সেটাকে একটি গেমিং অ্যাপের ভিডিয়ো হিসেবে বিজ্ঞাপন করা হচ্ছে। সেকারণেই টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার একেবারে রেগে লাল হয়ে গিয়েছেন।
প্রসঙ্গত, একটি গেমিং অ্যাপ সচিনের অন্য একটি ভিডিয়ো ব্যবহার করেছে। এই ভিডিয়োটি সচিনের পুরনো একটি ইন্টারভিউয়ের, যার সঙ্গে এই গেমিং অ্যাপের কার্যত কোনও সম্পর্কই নেই। কিন্তু, নিজেদের পণ্য প্রচারের জন্য এই সংস্থা সচিনের মুখের কথা মিউট করে দেয়। আর সেখানে অন্য একটি অডিও যোগ করা হয়েছে। এই ভিডিয়োর নীচে দেওয়া হয়েছে সাব টাইটেলসও। এরপর সচিন নিজেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং দেশের সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিজের ক্ষোভও উগরে দেন।
ছবি: সংগৃহীত
Leave Comments