শীর্ষ টাইমস ডেস্ক: বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রূপম ইসলামকে(Rupam Islam) নিয়ে চর্চা তুঙ্গে। সম্প্রতি কল্যানীতে এক ফ্যানকে গালিগালাজ করায় তাঁকে নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। কেউ কেউ তাঁর ভাষা চয়ন নিয়ে প্রশ্ন করেছেন, তবে অধিকাংশ নেটিজেনই ওই চর্চিত ভিডিয়ো দেখে কার্যত ওই ফ্যানের উপরেই বিরক্ত। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হলেও তিনি স্বভাবতই মুখ খুললেন মঞ্চেই। কল্যানীর পরেরদিনই রাণাঘাটের মঞ্চ থেকে জবাব দিলেন রূপম।
রাণাঘাটের শো থেকে হঠাৎই লাইভে আসেন রূপম ইসলাম। সেই ভিডিয়োতে দেখা যায় মঞ্চে রকস্টার বলছেন, ‘আমি আর গান গাইব না। আপনাদের সমাজ খুব শিষ্ঠ সমাজ, আপনারা এরকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। নিজেকে এভাবে মেলাতে পারব না। এই শিষ্ঠামিতে আমি নেই। আপনারা অন্য কাউকে বেছে নিন। যেকটা অনুষ্ঠান চলবার আমি করব। তারপর আর গান গাইব না।’
রূপমের কথাতেই উঠে আসছিল তাঁর ক্ষোভের কথা। রূপম বললেন, ‘আমার আর নতুন করে কিছু দেওয়ার নেই আপনাদের। এই পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়’। রূপমের দাবি তিনি এই জগতে বেমানান। কারণ তিনি সত্যি কথাটা মুখের উপরেই বলতে ভালোবাসেন। তবে আর মঞ্চে নয়, এবার বৈঠকখানায় বসেই বলবেন। সংগীতশিল্পী বলেন, ‘আশা করি সেখানে কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। যে কটা অনুষ্ঠান ঘোষণা করা আছে অবশ্যই করব। তারপর আর করব না।’
ছবি: সংগৃহীত
Leave Comments