• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

'তিন খান ' একই সঙ্গে! তাও আবার শেট্টির ' কপ ইউনিভার্স '- এ!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: বলিউডে অভিনেতাদের ছড়াছড়ি। কিন্তু তারকার তকমা হাতে গোণা যে কয়েকজন অর্জন করেছেন তাঁদের মধ‍্যে অন‍্যতম ‘তিন খান’। হিন্দি সিনেমার জগতে আরও তাঁদের একাধ‍িপত‍্য স্পষ্ট। শাহরুখ খান, সলমন খান আর আমির খানের কাঁধে ভর করে ‘হিট’-এর আশা রাখেন নির্মাতারা। তবে সহকর্মী হলেও আজও পর্দায় এক ফ্রেমে তিন খানকে কখনও দেখা যায়নি।

শাহরুখ-সলমন বা সলমন-আমিরের জুটি বেশ কয়েকবার বড় পর্দায় দেখেছেন অনুরাগীরা। কিন্তু তিন খানকে কখনওই একসঙ্গে বড় পর্দায় কাজ করতে দেখা যায়নি। বাস্তবেও খুব কম সংখ‍্যক ক্ষেত্রেই এক ফ্রেমে দেখা গিয়েছে তিন সুপাস্টারকে। তবে কি সত‍্যিই একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা? পরিচালক রোহিত শেট্টির কথায় আশা জেগেছে ভক্তদের মনে।

সম্প্রতি এক অনুষ্ঠান পরিচালক রোহিত শেট্টিকে এক অনুরাগী জিজ্ঞেস করেন, শাহরুখ, সলমন এবং আমিরের মধ‍্যে কাকে তিনি তাঁর ‘কপ-ভার্স’ এর অংশ বানাতে চান? অর্থাত্‍ অনুরাগীর প্রশ্ন তিন খানের মধ‍্যে কাকে তিনি আগামী কোনও ছবিতে পুলিশের চরিত্রে কাস্ট করতে চান? প্রশ্ন শুনেই রোহিতের সটান জবাব, ‘‘তিনজনকেই। কাউকেই বাদ দেবো না। পুরো ইন্ডাস্ট্রিকেই পুলিশ বানিয়ে দেবো। তুমি চিন্তা কোরো না। কাউকে ছাড়বো না। তারপর আমাদের একটা আলাদা পুলিশ ফাংশন হবে।’’

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments