শীর্ষ টাইমস ডেস্ক: গুরুতর অসুস্থ সইফ আলি খান, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি নবাবপুত্র। আজ সোমবার সকাল ৮টা নাগাদ সইফ আলি খানকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সূত্রের খবর, হাঁটুর অস্ত্রোপচার চলছে অভিনেতার। স্ত্রী করিনা কাপুরও উপস্থিত সেখানে। সূত্রের খবর, তাঁর হাঁটু এবং কাঁধ ভেঙে গিয়েছে। তবে কী ভাবে এত গুরুতর আঘাত লাগল অভিনেতার, তার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, ২০১৬ সালে রেঙ্গুন ছবির সেটে আহত হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর বুড়ো আঙুলে চোট লেগেছিল। সেই সময়ও তাঁকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর ছোটখাটো অস্ত্রোপচারও করা হয়। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ক্যাহনা ছবির একটি দৃশ্যের জন্য সইফ আলি খানকে বাইক স্টান্ট করতে হয়েছিল। সেই বিপদজনক স্টান্ট করতে গিয়ে বাইক নিয়ে তিরিশ বার পাল্টি খেয়ে যান। সইফ পাথরে পড়ে গিয়ে মাথায় চোট পান।
ছবি: সংগৃহীত
Leave Comments