• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

তাহলে কি দ্বিতীয়বার সন্তান সম্ভবা অনুষ্কা? কেন এত জল্পনার মধ্যেও মুখে কুলুপ বিরুষ্কার?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: সপ্তাহ খানেক আগেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স। জানিয়েছিলেন সত্যিই দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে। বিরাট কোহলির ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় ডিভিলিয়ার্সের কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও প্রশ্নও ওঠেনি। কিন্তু সাত দিন যেতে না যেতেই পুরোপুরি ভোলবদল প্রোটিয়া তারকার।

এক সাক্ষাৎকারে নিজের আগের করা বক্তব্যের থেকে সরে এসেছেন এবি ডিভিলিয়ার্স। এমনকী ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। ডিভিলিয়ার্স বলেছেন, “আমি কয়েক দিন আগে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার দ্বিতীয়বা বাবা-মা হওয়া নিয়ে ভুল তথ্য দিয়ে ফেলেছিলাম। যেটা আমার করা একদমই উচিৎ হয়নি। আমি বড় একটা ভুল করে ফেলেছি, ক্ষমাপ্রার্থী।”

প্রসঙ্গত,বিগত বেশ কয়েক মাস ধরেই বিরুষ্কার পরিবারে দ্বিতীয় সন্তান আসা নিয়ে জল্পনা চলছে। তবে এই বিষয়ে কখনই কোনও কিছু জানাননি বিরাট ও অনুষ্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্ট থেকে ছুটি নেন কোহলি। পরের ৩ টেস্টে দলে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। এরই মধ্যে এবি ডিভিলিয়ার্সও তাঁর বক্তব্য প্রত্যাহার করায় জল্পনা আরও বাড়ল বই কমল না।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments