• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে কলকাতায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর এদিন সকালে হঠাৎ অসুস্থ বোধ করেন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর সবরকম শারীরিক পরীক্ষা করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, ৭৩ বছরের অভিনেতার এমআরআই করা হচ্ছে। আরও বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। সেই টিমে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সব পরীক্ষার রিপোর্ট দেখে তবেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো জানিয়েছেন, রুটিন চেক-আপের জন্য তাঁর বাবাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

জানা গিয়েছে, এদিন মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সম্প্রতি সোহমের প্রয়োজনায় শাস্ত্রী ছবির শুটিং শুরু হয়েছে কলকাতায়। ওই ছবিতেই অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। এই ছবিতে দেবশ্রী রায় ও সোহম চক্রবর্তীও অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছর ধরে রাজনীতিতেও তাঁকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। বিজেপির সঙ্গে যুক্ত তিনি। ওই ছবির প্রোডাকশন ম্যানেজার জানিয়েছেন, এদিন শুটিং-এ যাননি মিঠুন চক্রবর্তী।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments