শীর্ষ টাইমস ডেস্ক: অনেকেই আছে যারা পরোটা খেতে পছন্দ করেন। বিশেষ করে আবহাওয়া ঠান্ডা হলে মানুষ আলুর পরোটা, পনির পরোটা, কোপির পরোটা খেতে পছন্দ করে। তবে খাবার ব্যাপারে এই দেশে কোনও উত্তর নেই। রাস্তার বিক্রেতারা বিশেষ করে কোনও খাবার নিয়ে পরীক্ষা নিরীক্ষায় পিছিয়ে নেই। প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে একই ধরনের রেসিপি দেখতে পাওয়া যায়।
কিন্তু বর্তমানে, অন্যান্য পরোটা বাদ দিয়ে, চকোলেট পরোটা সোশ্যাল মিডিয়ায় সমস্ত লাইমলাইট দখল করেছে। এই নিয়ে মানুষ উৎসাহের সঙ্গে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামের @yumyumindia হ্যান্ডেলে -এর একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে আপনি দেখতে পাবেন যে একজন ব্যক্তি পরোটা ভর্তি করার জন্য চকোলেট স্টাফিং তৈরি করছেন। চকোলেট পেস্ট তৈরি করে তাতে কাজুবাদাম ও কিশমিশ যোগ করে। তারপরে ভরে পরোটা বানায়। ঘি দিয়ে তৈরি এই পরোটা মাঝখান থেকে কেটে খেতে দেওয়া হয়। অনেকেই এই ভিডিয়োতে মন্তব্য করছেন।
বেশির ভাগ মানুষ এটিকে ইনস্টাগ্রামে অস্বাস্থ্যকর খাবার বলে দাবি করেছেন। অনেকে চকোলেটের পরিবর্তে চিনি দিয়ে পরোটা তৈরি করার পরামর্শ দিয়েছেন এবং কিছু ইউজার স্মাইলি ইমোজি যোগ করেছেন। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও এটি ২০২৩ সালের সেপ্টেম্বরে শেয়ার করা হয়েছিল, এটি এখন ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। যার পর থেকে এটি প্রচুর পরিমাণে ভিউ লাইক ও যেয়ার সংগ্রহ করেছে। ভিডিয়োটির কমেন্ট সেকশনে অনেক কমেন্ট এসেছে। খাবারটি দেখে নেটিজেনদের মধ্যে মতামতের বড় পার্থক্ষ্য লক্ষ্য করা গিয়েছে। কোনও কোনও ইউজার খুব পছন্দ করেছেন আবার অনেকে এটি পছন্দ করেনি।
ছবি: সংগৃহীত
Leave Comments