• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

বহু প্রতীক্ষিত ' শয়তান ' এর ট্রেইলার দেখে হুলুস্থুল নেটপাড়ায়! মাধবনকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে

ad

শীর্ষ টাইমস ডেস্ক: মুক্তি পেল বলিউড সুপারস্টার অজয় দেবগনের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র 'শয়তান'-এর ট্রেলার। ছবিতে অজয় দেবগনের পাশাপাশি আরও অভিনয় করছেন দক্ষিণী ছবির নায়িকা জ্যোতিকা এবং অভিনেতা আর মাধবন। ছবির পোস্টার লঞ্চের সময় থেকেই উত্তেজিত ভক্তরা। অবশেষে প্রকাশ্যে এল ছবি মুক্তির দিনক্ষণ। ক্রাইম থ্রিলারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৮ মার্চ। বৃহস্পতিবার মুক্তি পেল ছবির ট্রেলার। ছবির ট্রেলারটি বলছে, অজয় দেবগনের চরিত্রের নাম কবির, আর তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জ্যোতিকা।

কবির তাঁর পরিবারের সঙ্গে উইকএন্ডে গিয়েছেন, সেখানেই তাঁদের যাত্রা রূপ নেয় দুঃস্বপ্নের। যখন তাঁরা একজন অপরিচিত ব্যক্তিকে তাঁদের বাড়িতে প্রবেশ করতে দেয়। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন আর মাধবন। এরপর কী হবে, সেই গল্পই বলবে 'শয়তান'। বৃহস্পতিবার ট্রেলার লঞ্চ ইভেন্টে অজয় দেবগন ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। মুম্বইতে ছবিটির ট্রেলার লঞ্চ হওয়ার পর অজয় দেবগন ভৌতিক বিষয় নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। এবং ছবিটির বিষয়ে বলেন, "আমার কেরিয়ারের প্রথম ১০-১২ বছর যখন আমরা বাইরে শুটিং করতাম, আমি অনেক ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলাম। তবে সেই অভিজ্ঞতাগুলি কী ছিল, আমি সে সম্পর্কে বলতে চাইছি না, তবে সেগুলি বেশ অস্বস্তিকর ছিল। তবে আমি হরর ছবি করতে পছন্দ করি। কারণ সারা বিশ্বের দর্শকরা এর সঙ্গে সংযোগ স্থাপন করে, বিশ্বের প্রতিটি ধর্ম কালো জাদুর সম্বন্ধে জানে।"

অজয় এর আগে ছবির ক্যাপশন দিয়ে ছবিতে তাঁর ফার্স্ট লুক শেয়ার করে বলেছিলেন, "যখন কোনও অদ্ভূত বিষয়ে আমার পরিবার জড়িয়ে যায়, তখন তো পরিবারের কর্তাকে শয়তানের রূপ লাভ করতেই হয়।" ছবিতে আর মাধবন, 'শয়তান' চরিত্রে অভিনয় করেছেন। এর আগে তিনি তাঁর ফার্স্টলুক শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, "ম্যায় হুন শয়তান।" সম্প্রতি মুক্তি পেয়েছে ‘খুশিয়ান বাতোর লো’ শিরোনামের ছবির প্রথম গান। ট্র্যাকটি জুবিন নৌটিয়াল এবং সঙ্গীত অমিত ত্রিবেদী গেয়েছেন। জিও স্টুডিওস, দেবগণ ফিল্মস, এবং  পানোরমা স্টুডিও দ্বারা উপস্থাপিত। শয়তান প্রযোজনা করছেন অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে, কুমার মঙ্গত পাঠক এবং অভিষেক পাঠক।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments