শীর্ষ টাইমস ডেস্ক: ২২ মার্চ থেকে পড়বে আইপিএলের ১৭তম মরশুমের ঢাকে কাঠি। ২৩ মার্চ সানরাইডজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নতুন মরশুম শুরু হওয়ার আগে সময়টা খুব একটা ভাল যাচ্ছে না কেকেআরের। দলের অধিনায়ক শ্রেয়স আইযারের অফ ফর্ম চিন্তায় রেখেছে মেনেজমেন্টকে। তারমধ্যে আইপিএলের আগে কেকেআর ছাড়ার সিদ্ধান্ত নিলেন তারকা ব্যাটার।
দলের তারকা বিদেশী উইকেটকিপার-ব্যাটসম্যান জেসন রয়কে কয়েক দিন আগেই হারিয়েছে কেকেআর। গত বছর শাকিব আল হাসানের পরিবর্তে জেসন রয়কেদলে নিয়েছিল নাইটরা। ৮ ম্যাচে করেছিলেন ২৮৫ রান। এবার দল ছাড়ার কারণ জানালেন ব্রিটিশ তারকা। জেসন রয় জানিয়েছেন,"আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু সেই জানুয়ারি থেকে আমি বিভিন্ন দেশে ঘুরছি। এক বারও বাড়ি যাইনি। পরিবারের সঙ্গে বহু দিন সময় কাটাইনি। আমি কেকেআরের পাশে আছি। সতীর্থদের জন্য গলা ফাটাবো। ওদের জন্য শুভেচ্ছা রইল।" ইতিমধ্যেই জেস রয়ের বদলে অপর ব্রিটিশ তারকা ফিল সল্টকে দলে নিয়েছে কেকেআর। ফিল সল্ট উইকেট কিপিংয়ের পাশাপাশি মারকাটারি ব্যাটিং করতে সিদ্ধহস্তক। ফলে কেকেআরের হাতে আরও একটি ওপেনারের অপশন বাড়ল।
ছবি: সংগৃহীত
Leave Comments