• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

অনুশীলনে এসে ভক্তদের মন জয় করল কেকেআর!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: প্রায় দশ বছর ট্রফি-হীন। ২০১৪ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল।  এবার কী হবে? গৌতম গম্ভীরের হাত ধরে ট্রফি কী আসবে? উত্তর সময় বলবে।তবে ১৭ তম আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল কলকাতা। আর অনুশীলের প্রথম দিনই মহাচমক দিল কলকাতা নাইট রাইডার্স। যা মন জিতে নিল সকলের। শুক্রবার প্রথম দিনই দেখা গেল কেকেআরের টিম বাসে বাংলার ঐতিহ্যের ছোঁয়া। টিম বাস জুড়ে শহরের স্থাপত্যের ছবি। বেলুড় মঠ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। বিশ্ব বাংলা গেট থেকে ট্রাম এবং হলুদ ট্যাক্সি। সবকিছুই জায়গা পেয়েছে ক্রিকেটারদের সঙ্গে। দলের অধিনায়ক সহ এক ঝাঁক ক্রিকেটারদের ছবিও রয়েছে টিম বাসে। স্লোগান হিসেবে লেখা রয়েছে, আমি কেকেআর।

তবে শাহরুখের দল  অন্তত চেষ্টায় খামতি রাখছে না। দলের মেন্টর করে ফিরিয়েছে দুবারের আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে। পাশাপাশি সমর্থকদের আরও কাছে টানতে বাংলার মানুষের হৃদয়ের কাছাকাছি আসতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ টিম বাসে নিয়ে আসা হয়েছে বং কানেকশন। এবারে টিমবাসের ভোল বদলে ফেলেছে কেকেআর। বাসের গায়ে যেমন রাখা হয়েছে শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সূয়স শর্মার ছবি। অন্য দিকে রয়েছে বাংলার ও বাঙালির ঐতিহ্য বেলুড় মঠ। ছবিতে জায়গা পেয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও বিশ্ব বাংলা গেট। লেখা হয়েছে আমি কেকেআর স্লোগানও। প্রথম দিনেই ইডেন গার্ডেন্সের বাইরে কেকেআরের টিমবাস দেখতে ভিড় জমে যায়। অনেকেই বাসের ছবি তুলছিলেন। বেলুড় মঠের ছবির পাশেই হাত জোর করে রয়েছেন গতবারের অধিনায়ক নীতিশ রানা। বাস দেখে অনেকেই প্রশংসা করছেন।

এই বাসে করে এসেই আইপিএলের আগে সাত দিনের প্রস্তুতি শিবির কলকাতায় শুরু করে দিল কেকেআর। মেন্টার গৌতম গম্ভীর ও‌ কোচ চন্দ্রকান্ত পন্ডিতের তত্ত্বাবধানে অনুশীলন শুরু হয়। উইকেটে মালা পড়িয়ে নারকেল ফাটিয়ে প্রার্থনার মাধ্যমে ১৭ তম আইপিএলের অভিযান শুরু শাহরুখের দলের। একমাত্র বিদেশী হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের ফিল সল্ট। ভারতীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রিঙ্কু সিং, ভেঙ্কাটেশ আইয়ার সহ প্রায় সবাই উপস্থিত ছিলেন প্রথম দিন।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments