• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

বহু প্রতীক্ষিত 'দেবী চৌধুরানী' ছবির শুটিং শুরু! ভবানী পাঠকের চরিত্রে কে অভিনয় করছেন জানেন?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: বহু প্রতীক্ষিত ছবি 'দেবী চৌধুরানী- ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল' আবারও খবরে। সম্প্রতি জানতে পারা গেছে, এই ছবিতে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আইকনিক ভবানী পাঠকের ভূমিকায় অভিনয় করছেন। সামনে এসেছে তাঁর প্রথম লুকও। শনিবার সেট থেকে সিনেমাটির এক ঝলক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেতা। ছবিটি এডিটেড মোশন পিকচার্স প্রোডাকশন, যা  এডিটেড মোশন পিকচার্স এবং এলওকে আর্টস কালেকটিভ দ্বারা প্রযোজিত। এই ছবি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবী চৌধুরানী অবলম্বনে নির্মিত।

প্রসেনজিৎ-এর চরিত্র সম্পর্কে বলতে গিয়ে, নির্মাতা শুভ্রজিৎ মিত্র বলেন, 'আমার চলচ্চিত্র দেবী চৌধুরানী উপন্যাসের চেয়ে ঐতিহাসিক। ইতিহাস থেকে জানা যায়, ভবানী পাঠক দশনামী সম্প্রদায়ভুক্ত ছিলেন। সেই ঐতিহাসিক গল্পকে ভিত্তি করেই এই ছবিতে ভবানী পাঠকের লুক তৈরি করা হয়েছে।' তিনি আরও বলেন, 'স্ক্রিপ্টের পড়ার পর থেকেই, বুম্বা দাকেই ভবানী পাঠকের চরিত্রে আমি মনে মনে ভেবেছিলাম। বুম্বা দার মধ্যে একটি বিশেষ ভাব আছে যা ভবানী পাঠকের সঙ্গে মেলে।'

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments