• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য, বাবা রামদেবকে তলব করল সুপ্রিম কোর্ট!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অভিযুক্ত বাবা রামদেব। এই মামলায় আদালত অবমাননার নোটিশের জবাব দিতে ব্যর্থও হয়েছেন তিনি। এরপরেই সুপ্রিম কোর্ট আজ যোগগুরু রামদেবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর একটি বেঞ্চ পতঞ্জলির ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণকেও তলব করেছে।

প্রাথমিকভাবে তার পণ্য এবং ওষুধের কার্যকারিতা সম্পর্কে বিবৃতি বিষয়ে তারা আদালতে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করে। সেই কারণে পতঞ্জলি শীর্ষ আদালতের তোপের মুখে পড়ে। আদালত পতঞ্জলি এবং বালকৃষ্ণকে নোটিশ জারি করেছিল এবং কেন তাদের বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করা হবে না তা জানতে চেয়েছিল। কিন্তু আদালত আজ উল্লেখ করেছে যে পতঞ্জলি তার আগের আদেশের পরে একটি সাংবাদিক সম্মেলন করলেও কোনও প্রতিক্রিয়া জমা করেনি।

আদালত পতঞ্জলির সহ-প্রতিষ্ঠাতা রামদেবকে অবমাননার নোটিশও জারি করেছে এবং তাকে কেন আদালত অবমাননার জন্য ব্যবস্থা নেওয়া উচিত নয় তা ব্যাখ্যা করতে বলেছে। সিনিয়র আইনজীবী মুকুল রোহাতগি, পতঞ্জলি আয়ুর্বেদের পক্ষে উপস্থিত হয়ে এই পদক্ষেপের বিরোধিতা করেছিলেন এবং জানতে চেয়েছিলেন, ‘কীভাবে রামদেব ঘটনার মধ্যে এলেন?’ আদালত জানিয়েছে ‘আপনি হাজির হচ্ছেন। আমরা পরের তারিখে দেখব। যথেষ্ট হয়েছে’।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments