• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

অসুস্থ ফেলুদা! শেষমেষ পেসমেকারই সঙ্গী হল বর্ষীয়ান অভিনেতার!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: মঙ্গলবার অর্থাৎ ১৯ মার্চ রাত থেকে অসুস্থ বোধ করতে শুরু করেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সব্য়সাচী চক্রবর্তী। বুধবার , ২১ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। কলকাতার ইএম বাইপাস সংলগ্ন এলাকায় অবস্থিত এক বেসরকারি হাতপাতালে চিকিৎসাধীন টলিপাড়ার ফেলুদা। হাসপাতাল সূত্র জানায়, নানা শারীরিক পরীক্ষা করা হয় সব্যসাচীর। হার্টে ব্লকেজ রয়েছে তাঁর। পেসমেকার বসানো হবে নাকি বাইপাস সার্জারি হবে তা নিয়ে পর্যবেক্ষণ করা হয়।

বুধবার শেষমেশ পেসমেকারটাই বসানো হয়েছে ইন্ডাস্ট্রির বেণুদার বুকে। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর অসুস্থতার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। বিশেষ করে পরিচালক-অভিনেতা-নাট্যব্যক্তিত্ব এবং চিকিৎসক কমলেশ্বর মুখোপাধ্য়ায় এবং পরিচালক অনীক দত্ত। তাঁরা যদিও জানতেন না বন্ধু সব্যসাচী অসুস্থ। কিন্তু পরিবারের তরফ থেকে এখনও কিছুই বলেননি কেউই। কিছুদিন আগেই বড় ছেলে অভিনেতা গৌরব চক্রবর্তী এবং পুত্রবধূ অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের পুত্র ধীরের অন্নপ্রাশনে হাজির ছিলেন সব্যসাচী। নাতির মুখে ভাতের অনুষ্ঠানে সব কাজ নিজে হাতে সামলেছিলেন ‘ফেলুদা’। তদারকি, অতিথি আপ্যায়ন– কোনটাতেই ত্রুটি রাখেননি তিনি।

বলা বাহুল্য, সৌমিত্র চট্টোপাধ্যায়ের থেকে ফেলুদার ব্যাটন নিজের হাতে তুলে নিয়েছিলেন সব্যসাচী। ধারাবাহিকভাবে অভিনয় করেছেন সিনেমায়। তাঁকে দেখা যায় সিরিয়ালের পর্দাতেও। মাঝে তাঁর অবসরের খবরে তোলপাড়ও হয়। কিন্তু একান্ত সাক্ষাৎকারে সব্যসাচী বলেছিলেন, তিনি বিরতি নেননি। ভাল কাজ পেলে নিশ্চয়ই করবেন।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments