PSG ক্লাবের ২ হাজার কোটি টাকার প্রস্তাব ফেরালো কোন খেলোয়ার?
শীর্ষ টাইমস ডেস্ক: লামিনে ইয়ামাল কী করতে পারেন সেটা সকলেরই জানা। জাতীয় দলের জার্সি হোক বা ক্লাব ফুটবল, সবেতেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। এই কম বয়সে তিনি যেভাবে তাঁর দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন সেটা প্রশংসনীয়। ফলে ফুটবলের মার্কেটে তাঁর ডিমান্ডও অনেক বেশি। আর তাঁকে ধরে রাখতে নিজেদের সবটা দিতে তৈরি তাঁর ক্লাব বার্সেলোনাও।
সম্প্রতি একটি রিপোর্ট সামনে আসে, যেখানে বলা হয় লামিনে ইয়ামালকে নিতে ঝাঁপিয়েছিল প্যারিস সাঁ জাঁ। আর ইয়মালকে নিতে তারা কাতালান ক্লাবকে প্রস্তাব দিয়েছিল ২৫ কোটি ইউরো, ভারতীয় মুদ্রায় যা ২ হাজার ৩০০ কোটি টাকার আশপাশে। বার্সা এই বিপুল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
প্যারিস সাঁ জাঁ অতীতেও বার্সেলোনা থেকে প্লেয়ার নিয়েছে। নেইমার জুনিয়র হোক বা লিওনেল মেসি। কেউই তাদের দলে গিয়ে সাফল্য পায়নি। চ্যাম্পিয়ন্স লিগও জিততে পারেনি PSG। এবার তারা লামিনে ইয়ামালের দিকে হাত বাড়িয়েও পারল না।
কিলিয়ান এমবাপে PSG ছাড়ার পর তারা এখনও বিকল্প পায়নি। তাই ইয়ামালকে দিয়ে সেই অভাব পূরণ করার পরিকল্পনা ছিল। আপাতত সেটা হচ্ছে না। বিশ্ব ফুটবলের এক এজেন্ট জানান, বার্সেলোনা PSG-র প্রস্তাব মেনে নিলে সেটা ফুটবল ট্রান্সফার জগতে ইতিহাস হতে পারত।
লামিনে ইয়ামালকে ধরে রাখার সিদ্ধান্তটা যে কতটা ঠিক সেটা ইয়ামাল নিজেও প্রমাণ দিয়েছেন। স্পেনকে ইউরো জেতাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি। সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব জেতেছেন তিনি।
২০২৩ সালের অক্টোবর মাসে বার্সেলোনার সঙ্গে চুক্তি বাড়ান ইয়ামাল। ২০২ সলের ৩০ জুন পর্যন্ত তিনি চুক্তি করেন। তাঁকে ধরে রাখতে রিলিজ়ের ক্লজে দেওয়া আছে ১০০ কোটি ইউরো। অর্থাৎ, চুক্তির মধ্যে ইয়ামাল অন্য ক্লাবে যেতে চাইলে এই ১০০ কোটি ইউরো বার্সেলোনা পাবে।
Leave Comments