শীর্ষ টাইমস ডেস্ক: নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে সক্রিয় কেরল সরকার। ইতিমধ্যে মালাপুরমে এই মারণ ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ২৪ বছরের এক যুবকের। মঙ্গলবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ওই যুবকের সংস্পর্শে আসা ১৭৫ জনকে চিহ্নিত করা হয়েছে। ১২৬ জনকে অতিমাত্রায় সংক্রামক হিসেবে তালিকাভুক্ত করেছে প্রশাসন। তাঁদের উপর নজর রাখছে জেলা প্রশাসন। মৃত যুবকের বাড়ি ঘিরে তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে কারও সংক্রমণের হদিশ মেলেনি। গোষ্ঠী সংক্রমণ রুখতে তিন কিলোমিটারের মধ্যে থাকা সকল নাগরিককে মাস্ক পরার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘কন্ট্যামিনেশন জোন’ তৈরি করা হয়েছে বলে কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, ‘ভাইরাসের সংক্রমণ রুখতে আমরা সম্ভাব্য সবরকম ব্যবস্থা নিয়েছি। আক্রান্তদের জন্য আইসোলেশন বে তৈরি করা হয়েছে। আইসিএমআরের কাছে সহায়তার জন্য আবেদন করেছি।’ রাজ্যের নিপা ভাইরাস পরিস্থিতি নিয়ে এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গেও বৈঠক করেন বীণা জর্জ।
Leave Comments