• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

টেস্টেও টি-টোয়েন্টির ঝড় ঋষভ অগ্রণী শুভমন দোসর

ad

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ০ রানে আউট হন ভারতের ওডিআই ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যান শুভমন গিল।
খেলার প্রথম দিনে চা পানের বিরতির আগে নাজেহাল অবস্থা ছিল ভারতের টপ অর্ডারের। কিন্তু চায়ের পর রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার বিধ্বংসী ব্যাটিংয়ের জেরে নাজেহাল অবস্থায় পড়তে হয় বাংলাদেশের বোলারদের। প্রথম ইনিংসে ভারত ২০০ রানেরও বেশি রানে এগিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আর খালি হাতে ফেরেননি শুভমন গিল। 
দ্বিতীয় ইনিংসে তার ঝুলিতে নট আউট সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসের শুভমনের সাথে ২১৭ বলে ১৬৭ রানের দুরন্ত পার্টনারশিপ গড়ে তোলেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।

You can share this post!

Leave Comments