• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

কুস্তি ছেড়ে কংগ্রেসে যোগ, অবসর নেওয়ার পরও ভিনেশকে নোটিস ডোপ বিরোধী সংস্থার

ad

কুস্তি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে ভিনেশ ফোগাট এখন পুরোদস্তুর নেত্রী। অলিম্পিকের পরই ঘোষণা করে দিয়েছিলেন, কুস্তির ম্যাটে আর পা রাখবেন না। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ছেন তিনি। অথচ এ হেন অবসর নেওয়া অ্যাথলিটকে নোটিস পাঠিয়ে দিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। অভিযোগ, নিজের ‘হোয়্যারঅ্যাবাউটস’ জানাতে ব্যর্থ প্রাক্তন হয়ে যাওয়া কুস্তিগির।

কী এই হোয়ারঅ্যাবাউট ক্লজ? সারা বছর ধরে একজন ক্রীড়াবিদকে নিজের গতিবিধি জানাতে হয়। যাতে যে কোনও মুহূর্তে তাঁর ডোপ পরীক্ষার জন্য় নমুনা সংগ্রহ করা যায়। এই শর্ত নিয়ে এক সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে নাডার সংঘাত ছিল। ভারতীয় ক্রিকেটারেরা অনেকেই এই শর্ত মানতে রাজি ছিলেন না। অভিযোগ করা হতো, এতে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। যদিও পরে সেই শর্ত মেনে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

আসলে নাডার রেজিস্টার্ড অ্যাথলিটরা কখন, কোথায় থাকছেন, সেটা ওই ডোপ বিরোধী সংস্থাকে জানাতে হয়। অভিযোগ, ভিনেশ সেটা সঠিকভাবে নাডাকে জানাননি। ভিনেশ নাডাকে জানিয়েছিলেন, তিনি আপাতত হরিয়ানার খাড়কোডার বাড়িতে রয়েছেন। গত ৯ সেপ্টেম্বর নমুনা সংগ্রহের জন্য নাডা আধিকারিকরা ভিনেশের বাড়িতে যান। সেসময় ভিনেশ বাড়িতে ছিলেন না। তাঁর নমুনা সংগ্রহ করা যায়নি।

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন বিনেশ। ফাইনালে উঠে রুপোর পদকও নিশ্চিত করে ফেলেন। সুযোগ ছিল সোনা জেতারও। কিন্তু ফাইনালের দিন সকালে বড়সড় ধাক্কা খেতে হয় বিনেশ সহ গোটা দেশকে। জানা যায়, নির্ধারিত মাত্রার চেয়ে তাঁর শরীরের ওজন ১০০ গ্রাম বেশি পাওয়া গিয়েছে বিনেশের। অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যান তিনি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন। তবে সেই দাবি নাকচ হয়ে যায়। তারপরই হতাশায় কুস্তি থেকে অবসর ঘোষণা করেছিলেন বিনেশ।

এর পরই নাডার তরফে ভিনেশকে নোটিস দেওয়া হয়েছে। কেন তিনি ‘হোয়্যারঅ্যাবাউটস’ জানাতে ব্যর্থ হলেন, সেটা ১৪ দিনের মধ্যে জানাতে হবে। তবে ভিনেশ যদি ১৪ দিনের মধ্যে নোটিসের জবাব নাও দেন, তাঁর বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেবে না নাডা। নিয়ম অনুযায়ী, ১২ মাসের মধ্যে বার তিনেক এইভাবে ‘হোয়্যারঅ্যাবাউটস’ জানাতে ব্যর্থ হলে তবেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু প্রশ্ন হল, ভিনেশ তো ইতিমধ্যেই অবসর নিয়েছেন, তা সত্ত্বেও নাডার নোটিস কেন? নাকি রাজনীতিতে যোগ দেওয়ায় প্রতিহিংসার শিকার হতে হচ্ছে তাঁকে? নাডা অবশ্য বলছে, অবসর নিলেও ভিনেশ এখনও খাতায়কলমে রেজিস্টার্ড অ্যাথলিট। তাই তাঁকে ‘হোয়্যারঅ্যাবাউটস’ জানাতে হবে।

You can share this post!

Leave Comments