১ অক্টোবর: সাত সকালেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা গোবিন্দ। মুম্বইয়ে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, তাঁর ব্যবহৃত আগ্নেয়াস্ত্র থেকে ভুলবশত গুলি চলে যায়। সেই গুলি লাগে গোবিন্দের পায়ে। তারপরেই তাঁকে তড়িঘড়ি কুরলাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সুস্থ রয়েছেন অভিনেতা তথা শিবসেনা (একনাথ সিন্ধে গোষ্ঠী) নেতা গোবিন্দ। চিকিৎসকরা তাঁর পা থেকে গুলিটি বের করে দিয়েছেন। হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোবিন্দের ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, এদিন কলকাতায় আসার জন্য তৈরি হচ্ছিলেন তিনি। বাড়িতে আচমকাই তাঁর হাত থেকে আগ্নেয়াস্ত্রটি (লাইসেন্সড) পড়ে যায়। তারপরেই ওই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলে। যাতে আহত হন অভিনেতা। গোবিন্দের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন অভিনেতার ম্যানেজার। সূত্রের খবর, গোবিন্দের আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিস।
Leave Comments