সোমবার ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি । কানপুরে ৩৫ বলে ৪ টি চার ও ১ টি ছক্কার ওপর ভর করে ৪৭ রান করেন তিনি। এদিকে, এই ম্যাচে কোহলি একটি দুর্ধর্ষ নজিরও গড়েছেন। মূলত, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে কোহলি হাফ-সেঞ্চুরি মিস করলেও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ২৭ হাজার রান পূর্ণ করতে পেরেছেন।
আর এরই মাধ্যমে তিনি নতুন রেকর্ড গড়েছেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারেরও রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। উল্লেখ্য যে, কোহলি দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৭ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছেন। ৫৯৪ টি ইনিংসে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।অন্যদিকে, সচিন ৭২৩ ইনিংসে এই রান করেছিলেন। অর্থাৎ, কোহলি সচিনের তুলনায় ২৯ টি ইনিংস কম খেলে এই নজির গড়েছেন। এদিকে, বিশ্বব্যাপী তিনি চতুর্থ ব্যাটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান স্পর্শ করেছেন। শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও এই নজির গড়েছেন।
জানিয়ে রাখি যে, সচিন এখনও সর্বাধিক আন্তর্জাতিক রান করার রেকর্ডটি ধরে রেখেছেন। তিনি তাঁর ২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে ৬৬৪ টি ম্যাচে মোট ৩৪,৩৫৭ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা। যিনি ৫৯৪ টি ম্যাচে ২৮,০১৬ রান করেছেন। তারপর রয়েছেন রিকি পন্টিং। ৫৬০ টি ম্যাচ খেলে ২৭,৪৮৩ রান করে অবসর নিয়েছেন। এদিকে, কোহলি তাঁর ৫৮৪ তম ম্যাচে ২৭ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন। তবে, তিনি T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
এদিকে, কানপুর টেস্টে প্রথম ইনিংসে ভারত ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করার পর ডিক্লেয়ার দেয়। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ১১ ওভারে করেছে ২৬ রান। প্রথম ইনিংসে ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল (৭২) এবং কেএল রাহুল (৬৮) হাফ সেঞ্চুরি করেন। এদিকে, কোহলি ছাড়াও শুভমান গিল (৩৯) ফিফটি মিস করেন। পাশাপাশি, অধিনায়ক রোহিত শর্মা করেন ২৩ রান এবং ঋষভ পন্থের ব্যাট থেকে এসেছে ৯ রান।
Leave Comments