রীতিমতো চাপে রয়েছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। পরপর ব্যর্থতায় একদিকে যখন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের বিদায়, অন্যদিকে মহামেডানের বিরুদ্ধে ডার্বি ম্যাচের আগে রীতিমতো খারাপ পরিস্থিতিতে রয়েছেন মোহনবাগান কোচও। পরিস্থিতি এতটাই খারাপ যে, মহামেডানের বিরুদ্ধে ফলাফল সদর্থক না হলে তাঁর অবস্থাও যে কুয়াদ্রাতের মতো হবে না, এরকম গ্যারান্টি নেই। অন্তত মোহনবাগান ড্রেসিংরুমের আবহ তো সেরকমই। আর সেই জন্যই শনিবারের মহামেডান ডার্বিকে ‘ডু অর ডাই’ হিসাবেই দেখছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা।
এদিন সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গটি উঠলে সযত্নে এড়িয়ে গিয়ে দলের অন্যতম তারকা স্ট্রাইকার জেসন কামিংস বললেন, “এটা লম্বা লিগ। নতুন কোচ এসেছেন, সবকিছু মানিয়ে নেওয়ার জন্য তাঁকে সময় দিতেই হবে।” কামিংসের আগেই অবশ্য সাংবাদিক সম্মেলনে মোলিনা একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি বলেন, “আমি কোন চাপে নেই। অন্য ক্লাবের বিষয় নিয়ে ভাবতে চাইছি না। শুধু ভাবছি শনিবার ভালো ম্যাচ খেলব। জয় তুলে আনতে চাই। তাকিয়ে আছি সেদিকেই। এরপর আর আমার হাতে কিছুই নেই।”
মোলিনা বলছেন বলেই শুধু নয়, পরিস্থিতি এখন শুধু তার উপর নির্ভর করছে না। কারণ, প্রতিপক্ষ দলটার নাম এখন মহামেডান। যারা আবির্ভাবের মরশুমেই রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে। ফলে, মহামেডানকে সামলানোর জন্য রীতিমতো অঙ্ক কষতে হচ্ছে মোহনবাগান কোচকে। মন্দের ভালো এটাই যে, নুনো রেইস, সাহাল আব্দুল সামাদ ছাড়া সবাই খেলার মতো জায়গায় রয়েছেন। হালকা চোট থাকলেও এদিন অনুশীলন করেছেন চোটের তালিকায় থাকা মনবীর সিংও।
প্রতিপক্ষ মহামেডান সম্পর্কে এদিন সাংবাদিক সম্মেলনে মোলিনার ব্যখ্যা হল, “ওরা কখনই সহজ প্রতিপক্ষ নয়। এবারের আইএসএলে ভালো শুরু করেছে। আশা করছি, ভালো ম্যাচই হবে।” এত ভালো দল। আইএসএল শুরুর আগে থেকেই যে মোহনবাগানকে হট ফেভারিট হিসাবে ভাবা হচ্ছিল, সেই দলকে কেন ব্যর্থতার মুখোমুখি হতে হচ্ছে, দলের ব্যর্থতা প্রসঙ্গে বলতে গিয়ে মোলিনা মোহনবাগান কোচ এদিন সাংবাদিক সম্মেলনে যা ব্যাখ্যা দিলেন তা হল, “এই দলের কোচ নতুন। তার পরিকল্পনা বুঝতে ফুটবলারদের সময় দিতে হবে। আশা করি আমরা উন্নতি করব। আর গত ম্যাচে আমাদের ছোট ছোট ভুলের ফায়দা তুলে নিয়েছে প্রতিপক্ষ বেঙ্গালুরু।”
Leave Comments