• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

নেতৃত্ব হারানোর সম্ভাবনা হরমনপ্রীতের, বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই কড়া বোর্ড, দায়িত্বে কি স্মৃতি?

ad

চলতি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার দায় এড়ানো কোনওভাবেই সম্ভব নয় ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের পক্ষে। হরমনপ্রীতের নেতৃত্বে টিম ইন্ডিয়া মোটেও ডাকাবুকো ক্রিকেট উপহার দিতে পারেনি। ফলে মেয়েদের আইসিসি ইভেন্টে ভারতের সাফল্যের খোঁজ দীর্ঘায়িত হয় আরও।

সাম্প্রতিক সময়ে টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই ভারতের বিদায় নেওয়ার ছবি দেখা যায়নি। সঙ্গত কারণেই বিসিসিআই কৈফিয়ৎ তলব করতে পারে টিম ম্যানেজমেন্টের কাছে। উল্লেখযোগ্য বিষয় হল, এক্ষেত্রে সবার আগে কোপ পড়তে পারে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, অবিলম্বে কৌরের নেতৃত্ব নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ অভিযান তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় ভারতীয় দলের হাতে এক সপ্তাহ সময় রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে। আগামী ২৪ অক্টোবর থেকে ঘরের মাঠে হোয়াইট ফার্নসদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মাঠে নামবে ভারতের মহিলা ক্রিকেট দল। জাতীয় নির্বাচকরা এখনও সেই সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেননি।

শোনা যাচ্ছে যে, নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচনের আগেই বিসিসিআই কর্তারা বৈঠকে বসবেন জাতীয় নির্বাচকদের সঙ্গে। আলোচনা করবেন হেড কোচ অমল মজুমদারের সঙ্গেও। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে হরমনপ্রীতের হাতে ক্যাপ্টেন্সি রেখে দেওয়া হবে কিনা। তবে বর্তমান পরিস্থিতিতে কৌরের ক্যাপ্টেন্সি খোয়ানোর সম্ভাবনা জোরালো দেখাচ্ছে।

হরমনপ্রীতের হাত থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হলে ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন ক্যাপ্টেন হতে পারেন স্মৃতি মন্ধনা। দীর্ঘদিন হরমনপ্রীতের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন স্মৃতি। ক্যাপ্টেন হিসেবে আরসিবিকে ডব্লিউপিএলের ট্রফিও জিতিয়েছেন তিনি।

উল্লেখ্য, হরমনপ্রীত কৌর ভারতের টি-২০ ক্যাপ্টেন্সি হাতে পান ২০১৬ টি-২০ বিশ্বকাপের পরে। সেবার ঘরের মাঠে ভারত মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। এবার ঠিক একই পরিস্থিতিতে নেতৃত্ব খোয়াতে হতে পারে কৌরকে। যদিও শেষমেশ ক্যাপ্টেন্সি খোয়াতে হলেও হরমনপ্রীতের জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে কোনও সংশয় নেই। সেক্ষেত্রে লিডারশিপ গ্রুপে থেকেই স্মৃতি মন্ধনার নেতৃত্বে মাঠে নামতে পারেন তিনি।

হরমনপ্রীতের নেতৃত্ব নিয়ে শুধু বিসিসিআই অখুশি এমনটাই নয়, বরং বিশেষজ্ঞরাও দাবি তুলতে শুরু করেছেন ক্যাপ্টেন্সি বদলের। মিতালি রাজের মতো ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সরাসরি দাবি করেন যে, ভারতীয় দল যদি হরমনপ্রীতের হাত থেকে অন্য কারও হাতে ক্যাপ্টেন্সি তুলে দিতে চায়, তাহলে এটাই সঠিক সময়। এক্ষেত্রে স্মৃতি মন্ধনা ছাড়াও জেমিমা রডরিগেজের নামও বিকল্প হিসেবে সামনে আসছে।

You can share this post!

Leave Comments