• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Social

দিনভর অপরিচিত নম্বরের ফোনে বিরক্ত? এক ক্লিকেই হবে মুশকিল আসান

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:  বর্তমানে হাতে হাতে স্মার্টফোন। পৃথিবীর অন্যপ্রান্তে থাকা বন্ধুও মুহূর্তে নাগালে চলে আসে এর দৌলতেই। কিন্তু প্রযুক্তিকে শুধুই আশীর্বাদ ভাবলে ভুল হবে, এর সমস্যাও প্রচুর। প্রযুক্তিকে অস্ত্র করেই চলছে বহু প্রতারণা চক্র। না বুঝে অপরিচিত নম্বর থেকে আসা ফোন রিসিভ করেও বহু মানুষ প্রতিদিন বিপদে পড়েন।

প্রতিদিন প্রায় সকলের কাছেই প্রচুর অপরিচিত নম্বর থেকে ফোন আসে। রিসিভ করলে কেউ লোন নেওয়ার প্রস্তাব দেন। কেউ আবার চাকরি বা অন্য কিছুর অফার দেন। অনেককে লোন সংক্রান্ত ফোন করে রীতিমতো কড়া বার্তা দেওয়া হয়। এই ফোনগুলোর নেপথ্যে অধিকাংশ ক্ষেত্রেই থাকে জালিয়াতরা। সব সময় অপরিচিত নম্বর দেখলেই তা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। তাহলে কীভাবে বাঁচবেন এদের হাত থেকে? সবার আগে নজর করতে হবে, কোন নম্বর থেকে ফোন আসছে। যদি দেখেন কান্ট্রি কোডে +91 (ভারত) ছাড়া অন্য কিছু রয়েছে, তাহলে সেই ফোন এড়িয়ে যান। বেশকিছু নম্বর যা দেখলেই বোঝা যায় যে আর পাঁচটির থেকে তা আলাদা, সেগুলোও এড়িয়ে যান। ভুলেও কল ব্যাক করবেন না।

তবে আগেই বলা হয়েছে এড়িয়ে যাওয়া সবসময় সম্ভব নয়। সেক্ষেত্রে ট্রু কলার অত্যন্ত উপযোগী। এই অ্যাপে নিমেষে দেখে নিতে পারবেন যে নম্বর থেকে ফোন আসছিল, সেটি কার। সেটি স্প্য়াম নম্বর হলে তাও দেখতে পারবেন। এরপর ব্লক বা রিপোর্ট তো আপনারই হাতে। মূল কথা সতর্ক থাকতে হবে প্রতিমুহূর্তে।

 

You can share this post!

Leave Comments