• India
  • Monday , Jan 13 , 2025
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Helth

তবে কি ফের লকডাউনের আশঙ্কা? করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে সরকার!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: গোটা বিশ্বকে থমকে দেওয়া করোনা মহামারি কেটে গেলেও, প্রাণঘাতী ভাইরাসটির নতুন নতুন ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কা কাটেনি এখনও। বিশ্বের বিভিন্ন দেশেই নানা সময়ে শনাক্ত হয়েছে করোনার নতুন নতুন ধরন। এবার ভারতের কেরালায় শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ‘অতি সংক্রামক’ একটি ভ্যারিয়েন্ট। ‘জেএন.১’ নামের ভাইরাসটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন খোদ বিজ্ঞানীরাই।

 

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৮ ডিসেম্বর কেরালার থিরুভানান্থাপুরাম জেলার কারাকুলাম এলাকা থেকে সংগ্রহ করা নমুনায় করোনার নতুন এ ধরন শনাক্ত হয়েছে। আরটি–পিসিআর টেস্টের মাধ্যমে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭৯ বছর বয়সী এক বৃদ্ধার শরীরে। বিজ্ঞানীদের দাবি, কেরালায় শনাক্ত হওয়া নতুন এই ভ্যারিয়েন্ট করোনার আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সংক্রামক। তবে গবেষণার আগে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা।

 

জানা গেছে, করোনার জেএন.১ ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া নারীর শরীরে ইনফ্লুয়েঞ্জার মতো রোগের মৃদু লক্ষণ দেখা দেয়। তিনি এরই মধ্যে সুস্থ হয়ে উঠলেও, ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২.৮৬ অথবা পিরোলার মতোই এই জেএন.১। এটি গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথম শনাক্ত হয়। এরপর গত ১৫ ডিসেম্বর ভারতে  সাত জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments