• India
  • Monday , Jan 13 , 2025
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

এই বছরেই ছাদনা তলায় বসতে চলেছেন তাপসী পান্নু! দেখেনিন পাত্র কে?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী তপসী পান্নুর বিয়ে পাকা! আগামী মার্চেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী৷ সংবাদমাধ্যম মারফত তেমনই খবর পাওয়া গিয়েছে৷ শোনা গিয়েছে তপসী পান্নু বিয়ে করতে চলেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধুকে৷ তাপসীর দীর্ঘ ১০ বছরের বন্ধু তাঁর হবু বর৷ মার্চে উদয়পুরে হতে পারে বিয়ের অনুষ্ঠান৷ সেখানেই পারিবারিক অনুষ্ঠানে বিবাহের যাবতীয় আয়োজন করা হবে৷ কোনও বলিউড সেলেব্রিটি সেই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন না বলেই জানা গিয়েছে৷

মনে করা হয়েছে, তপসী পান্নু শিখ ও খ্রিস্টান মতে বিবাহের অনুষ্ঠান করবে৷ দুই পরিবারের পক্ষ থেকেই সেই বিষয়ে অনুষ্ঠান নির্ধারণ করা হয়েছে৷ তবে এখনই প্রশ্ন আছে, তা হলে পাত্র কে? তপসী পান্নু দীর্ঘদিন ধরে ড্যানিশ এক বেডমিন্টন কোচকে ডেট করছেন৷ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারে সে কথা বারংবার বলেছেন তাপসী৷ গত জানুয়ারিতে একটি সাক্ষাৎকারে তাপসী পান্নু বলেছিলেন, তাঁর বিবাহের অনুষ্ঠান ঠিক কেমন হবে৷ বলেছিলেন, তিনি চাইছেন অনুষ্ঠানে ভাল খাবার, নাচ-গান থাকতেই হবে৷

তবে বেশি আয়োজন তিনি চান না বলেও জানিয়েছিলেন তিনি৷ বরং তিনি চান স্বাভাবিক, ছিমছাম এক আয়োজন৷ লেট নাইট পার্টিও তাঁর নাপসন্দ৷ এবং ব্রাইডাল লুকেও তিনি সাধারণ থাকতে চান৷ কোনও অতিরিক্ত মেক আপ ছাড়াই লুক তাঁর পছন্দ৷ তাপসী বিয়ে করছেন, তাঁর দীর্ঘদিনের সঙ্গী ড্যানিশ বেডমিন্টন কোচ ম্যাথিয়াস বোয়-কে৷ তেমনই শোনা গিয়েছে৷ গত দশ বছর ধরে তাঁরা ডেট করছেন বলে খবর৷

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments