• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

দশ জনে খেলেও ডার্বি জিতে ডুরান্ড ঘরে তুলল মোহনবাগান

ad

শীর্ষ টাইমস ডেস্ক: দিমি পেট্রাটোসের একমাত্র গোলেই ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান সুপার জায়েন্টস। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে ইস্টবেঙ্গলের জালে বল জড়ান। বাম পায়ের জোরালো অথচ মাপা শটেই গোল করে যান মোহনবাগান ফরোয়ার্ড‚ সেখানে কিছুই করার ছিল না ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখমন গিলের। শুধুমাত্র দিমির গোলই নয় ডুরান্ডের ফাইনাল ছিল রীতিমত ঘটনাবহুল। দুইপক্ষের বেশ কিছু খেলোয়াড় দেখেন হলুদ কার্ড। মোহনবাগান খেলোয়াড় অনিরুদ্ধ থাপা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শুধুমাত্র খেলোয়াড়রাই নন কার্ড দেখেন কোচ ও সাপোর্ট স্টাফেরাও। দশ জনে খেলেও লাল-হলুদকে হারাল মোহনবাগান। অনিরুদ্ধ থাপার উঠে যাওয়ায় মনে হয়েছিল ম্যাচটা সহজ হচ্ছে লাল-হলুদের কাছে। কিন্তু সেই আশায় একাই জল ঢেলে দেন পেট্রাটোস। শেষবার ডুরান্ড ফাইনালে যখন মুখোমুখি হয়েছিল তখন জিতেছিল ইস্টবেঙ্গল। এবার তার বদলা নিয়েই ১৩২ তম সংস্করণ অর্থাৎ ১৭তম ডুরান্ড নিজেদের ঘরে তুলল সবুজ-মেরুণ।

You can share this post!

Leave Comments