• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Daily News

ভোটের টিকিট হাতছাড়া বেশ কিছু জনপ্রিয় তারকা সাংসদের! কাঞ্চন ছাড়াও এই লিস্টে আছেন কে কে?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: শিয়রে লোকসভা ভোট। রাজ্যের ৪২ আসনেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। শুরু হয়েছে প্রচার। এই ভোটে তৃণমূলের তারকা প্রচারক কারা, সেই তালিকা প্রকাশ করল রাজ্যের শাসকদল। প্রথম পর্যায়ের তালিকায় মমতা-অভিষেক তো বটেই, তালিকায় জায়গা পেলেন নবীনরাও। আবার বাদ গেলেন না প্রবীণরাও। সেই তালিকায় রয়েছেন বিনোদন জগতের অনেকেই। আবার তৃণমূলের নানা কর্মকাণ্ডে যে যে তারকাকে দেখা যায়, তাঁদের মধ্যেও অনেকেই বাদ পড়লেন এই তালিকা থেকে। বাদ পড়ার তালিকায় প্রথমেই যে নাম উল্লেখযোগ্য, তিনি তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক।

বিগত বেশ কয়েকদিন ধরেই বিয়ে প্রসঙ্গে খবরের শিরোনামে রয়েছেন কাঞ্চন মল্লিক। তৃতীয়বার বিয়ে করে সমাজমাধ্যমে তুমুল ভর্ষিত হয়েছিলেন কাঞ্চন। এমনকী তাঁর রিসেপশন পার্টিতে ড্রাইভার, নিরাপত্তারক্ষী ও সাংবাদিকদের ঢোকা নিষেধ করে যে কার্ড তাঁরা টাঙিয়েছিলেন তা নিয়েও বিতর্ক কম হয়নি। সেই কারণেই কি দলের থেকে দূরত্ব তৈরি হয়েছে কাঞ্চনের? শ্রীময়ীর সঙ্গে বিয়ের কারণেই কি লোকসভা নির্বাচনের জনসংযোগ থেকে বাদ পড়লেন কাঞ্চন?

তবে শুধু কাঞ্চন নন, মনে করা হচ্ছে, বিতর্কের কারণেই তারকা প্রচারকের তালিকায় নাম নেই নুসরত জাহানের। বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে আর প্রার্থী করেনি তৃণমূল। ঠিক কি কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয় তা জানা না গেলেও, সূত্রের খবর বিতর্কের কারণেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নুসরত জাহানের। সেরকমই এই তালিকায় জায়গা পাননি মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়। বোঝাই যাচ্ছে, টিকিট না পাওয়ায় প্রচারেও দেখা যাবে না তাঁদের। অন্যদিকে টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশ করলেও স্টার ক্যাম্পেনারের তালিকায় রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন দেব, সোহম, রচনা, সায়নী, জুন মালিয়া, রাজ চক্রবর্তী এবং সৌরভ দাস। লোকসভা ভোটের প্রার্থীদের পাশাপাশি জায়গা পেয়েছেন তারকা বিধায়করা। সেখানে শুধুমাত্র নাম নেই কাঞ্চল মল্লিকের।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments