• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

সিরাজ আগুনে পুড়ে গেল শ্রীলঙ্কা ‚ একপেশে ফাইনাল জিতে এশিয়ার সেরা ভারত

ad

শীর্ষ টাইমস ডেস্ক:এরকম একপেশে ফাইনাল হবে সেটি বোধহয় অতি বড় ভারতীয় সমর্থকরাও আশা করেননি। ধারেভারে ভারতীয় দলের তুলনায় পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। তা বলে একেবারে অসহায় আত্মসমর্পণ। সিরাজের দাপটে ব্যাট হাতে ক্রিজে রীতিমত অসহায় হয়ে দেখাল শানাকা‚ নিশাঙ্কা‚ কুশল মেন্ডিসদের। বলাবাহুল্য ফাইনালে সিরাজ ছিলেন একবারে 'আনপ্লেয়েবেল' যাকে বলে অপ্রতিরোধ্য। ২৩ বছর পর বদলা নিল ভারত। সালটা তখন ২০০০ কোকাকোলা কাপের ফাইনালে শ্রীলংকার কাছেই ভারত আউট হয়েছিল ৫৪ রানে। বছর ২৩ পর সেই প্রতিশোধ নিলেন সিরাজ। মাত্র সাত ওভার হাত ঘুরিয়েই তুলে নিলেন ৬ উইকেট। যার মধ্যে ৪ উইকেট মাত্র এক ওভারেই। শ্রীলঙ্কার ৫০ রানের ইনিংস আরও কিছু নজির তৈরি করল রবিবার। এক দিনের ক্রিকেটের কোনও প্রতিযোগিতার ফাইনালে এটাই সব থেকে কম রানের ইনিংস। এই ক্ষেত্রে মধুর প্রতিশোধ নিল ভারত। এত দিন লজ্জার এই রেকর্ডটি ছিল ভারতের দখলে। ২০০০ সালে শারজায় এশিয়া কাপের ফাইনালেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৪ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বিন্দুমাত্র অসুবিধা হয়নি ভারতের। কোন উইকেট না হারিয়েই ঈশান কিশান ও শুভমান গিল মাত্র ছয় ওভারেই পৌঁছে যান নিজেদের লক্ষ্যমাত্রায়।

You can share this post!

Leave Comments