• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

শামি-সিরাজের দুরন্ত বোলিংয়ে সেমিফাইনালে ভারত

ad

শীর্ষ টাইমস ডেস্ক:ক্রিকেট খেলার ক্ষেত্রে একটা সবসময়ই খাটে। ব্যাটাররা হয়তো ধারাবাহিকভাবে ম্যাচ জেতাবে ‚ কিন্তু ভালো বোলিং জিততে সাহায্য করবে টুর্নামেন্ট। এই মন্ত্র মাথায় রেখেই নির্বিকারে বাইশ গজে তুফান তুলছেন ভারতীয় বোলাররা। প্রথমে ব্যাট করে গিল‚ কোহলি‚ শ্রেয়াসের ইনিংসের উপর ভর করে শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের টার্গেট দেয় ভারত।‌ পরে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যান কুশল মেন্ডিসরা।

 

বৃহস্পতিবার ওয়াংখেড়েতে এশিয়া কাপের পুনরাবৃত্তি দেখল ক্রিকেট বিশ্ব। সেদিনও ভারতীয় বোলিং বিশেষ করে বলা ভালো সিরাজের আনপ্লেয়েবল ডেলিভারির কাছে বোকা বনেছিল লঙ্কানরা। এদিনও তার অন্যথা হল না। পাথুম নিশাঙ্কাকে আউট করে প্রথম ঝটকাটা দেন বুমরাহ। আবারও সিরাজকে দেখেই জুজু হয়ে গেল শ্রীলঙ্কা। পরপর তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন মিয়াভাই। আর বাকি কাজটুকু নিঃশব্দে করে গেলেন সামি। পাঁচটি উইকেট তুলে ম্যাচের সেরা হলেন তিনি। ভাবতে অবাক লাগে বোর্ড প্রথমে চান্সে দিতে রাজি ছিল না এই সামিকে। মাত্র তিন ম্যাচ খেলেই তুলে নিলেন ১৪ টি উইকেট। বিশ্বকাপে ভারতের সর্বকালের সেরা উইকেট শিকারির জায়গাটাও দখল করলেন। আসলে সামিরা এরকমই। যাবতীয় অপমানের জবাব দেন ওই মাঠেই।

You can share this post!

Leave Comments