• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

ক্রিকেটর ইতিহাসে প্রথম‚ 'টাইমড আউট' ম্যাথিউজ

ad

শীর্ষ টাইমস ডেস্ক  বাংলাদেশ-শ্রীলঙ্কা মানেই এখন ঘটনার সম্ভার। সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে ঘটে গেল এমন এক ঘটনা যা ক্রিকেটের ইতিহাসে প্রথম। এর সূত্রপাত ঘটে সাকিবের বলে যখন আউট হন সামারবিক্রমা। ক্রিজে আসতে দেরি করে ফেলেছিলেন ম্যাথিউজ। এরপর যে হেলমেট নিয়ে প্রথমে নেমেছিলেন, সেটা ঠিকঠাক ছিল না। আরেকটি হেলমেট আনা হলেও কিন্তু সেটিও উপযুক্ত ছিল না। ম্যাথিউজের পরতে অসুবিধা হচ্ছিল, কারণ হেলমেটের স্ট্র্যাপ ভাঙা ছিল৷ কিন্তু এর মধ্যেই বেশ কিছুটা সময় কেটে যায়৷

 

ঠিক সেই সময়েই আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান৷ আম্পায়ার অপর আম্পায়ারের সঙ্গে পরামর্শ করার পর আউটও দিয়ে দেন ! ফলে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল দিল্লি তথা গোটা ক্রিকেট বিশ্ব৷ নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে তবে বিশ্বকাপের ম্যাচগুলিতে ২ মিনিট মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথিউজ তা করতে পারেননি। তাঁর কোনও অনুরোধই কাজে আসেনি। আউট হওয়ার পর স্বভাবতই বিরক্ত দেখায় ম্যাথিউজকে। তিনি জানান যে‚ তাঁর কাছে আরও পাঁচ সেকেন্ড সময় ছিল। আজকের আগে সাকিব ও বাংলাদেশকে অনেক সম্মান করতাম কিন্তু এখন তা করি না। তবে সাকিব আল হাসান জানান যে ক্রিকেটের রুল বুক ও আম্পায়ার কে মেনেই আউটের জন্য আবেদন করেছিলেন।

You can share this post!

Leave Comments