• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

খাদের কিনারা থেকে অস্ট্রেলিয়াকে জিতিয়ে খুশি ম্যাড ম্যাক্স‚ হ্যামস্ট্রিংয়ের চোট হতে পারে আরও গুরুতর

ad

আফগানদের বিপক্ষে এক অতিমানবীয় ইনিংস দেখল গোটা ক্রিকেট দুনিয়া, সৌজন্যে গ্লেন ম্যাক্সওয়েল। পায়ের অসহনীয় যন্ত্রণা নিয়েও রীতিমত হারা একটি ম্যাচকে একার কৃতিত্বে ম্যাচ জিতিয়ে দিলেন এই খেলোয়াড়। সন্দেহাতীতভাবেই বলা যায় যে, ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ইনিংস এটি। তবে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অধিনায়ক প্যাট কামিন্স। বলের পর বল ডট খেলে সচল রাখলেন খেলাটা। 

 

ম্যাক্সওয়েল যখন ব্যাটিং করছিলেন তখন তিনি হ্যামস্ট্রিংয়ের চোট পান। এক পা ব্যবহার করেই খেললেন পুরো ম্যাচটা। ফুটওয়ার্ক না করে শুধু স্কিলের প্রদর্শন করলেন। অসহ্য যন্ত্রণায় মাঝে মাঝে মাঠেও শুয়েও পড়েছিলেন। ওই শোচনীয় অবস্থা দেখে কিছুটা ভয় পেয়েছিলেন সকলেই। প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলেছেন তিনি‚ যা আরও বিপদজনক। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, ‘‘পিঠে একটা ব্যথা আগে থেকেই ছিল। সঙ্গে ডান পায়ে টান ধরেছিল। বেশ কষ্ট হচ্ছিল। তার সঙ্গে আবার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে যন্ত্রণা। সব মিলিয়ে পরিস্থিতি বেশ কঠিন হয়ে গিয়েছিল।’’ তা-ও এমন ইনিংস খেললেন কী ভাবে? ম্যাক্সওয়েল বলেছেন, ‘‘যন্ত্রণাই আমার কাজ কিছুটা হলেও সহজ করে দেয়। বেশি কিছু ভাবার মতো পরিস্থিতি তখন ছিল না। শুধু চেষ্টা করেছি বল দেখতে এবং বড় শট খেলতে। শুধু বল উড়িয়ে খেলার চেষ্টা করেছি। এ ছাড়া কিছু করারও ছিল না আমার।’’

 

 

ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। বাকি আছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের একটি মাত্র ম্যাচ। আপাতদৃষ্টিতে সেটি একটি গুরুত্বহীন ম্যাচ। ইংল্যান্ড ম্যাচেও তিনি যেমন ছিলেন না সম্ভবত বাংলাদেশ ম্যাচেও তাকে খেলাবে না দল। এখন দেখার বিষয় এটাই যে তিনি কতটা তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। 

You can share this post!

Leave Comments