• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

"'কারার ঐ লৌহ কপাট ' নিয়ে 'ছ্যাবলামি' করলেন রহমান"...!দাবি ক্ষুদ্ধ নেটিজেনদের।

ad

দেবযানী দত্ত : ভারতের জনমানসকে এমন নাড়িয়েছিল এই গান যে ১৯২৪ সালে ইংরেজ সরকার রীতিমত ভয় পেয়ে নিষিদ্ধ করতে বাধ্য হয় 'কারার ঐ লৌহ কপাট' কে! ভারতীয় জনগণ তখন এমনিতেই ফুঁসছে ইংরেজ সরকারের অত্যাচারের প্রতি। সেরকম একটা সময়ে দাঁড়িয়ে নজরুল ইসলামের এই গান যেন সেই আগুনে ঘি ঢালারই কাজ করল। কারাবন্দি স্বাধীনতা সংগ্রামীরা এই রক্তে জ্বালা ধরানো গানে খুঁজে পেলেন মনোবল। একটা গান যে এমন উথাল পাথাল আর বিদ্রোহমুখী করে দিতে পারে একটা গোটা জাতিকে তা এখনকার সময়ে দাঁড়িয়ে ভাবলে অবাক হতে হয়। 

সেই গান সম্প্রতি আবার শিরোনামে। কিন্ত কোনও ভালো কারণে নয়। বরং এই গানের অপব্যবহার হয়েছে বলে মনে করছেন আমজনতা।

আজ ১০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে রামকৃষ্ণ মেননের ছবি 'পিপ্পা'।১৯৭১ সালের যুদ্ধের আবহে তৈরি এই মুভি তে 'কারার ঐ লৌহ কপাট'গানটিকে ব্যবহার করা হয়েছে। মিউজিক মায়াস্ত্র এ আর রহমান গানটিকে রি অ্যারেঞ্জ করেছেন। গানটি গেয়েছেন এক ঝাঁক বাঙালি শিল্পী মিলে।

কিন্ত এই গান আদৌ বিদ্রোহের বলে মনে হচ্ছে না বলেই দাবি তুলছেন নেটিজেনরা। বিশেষ করে বাঙালি শ্রোতারা যেখানে এ আর রহমান-এর মতো সুরের জাদুকরকে ভীষণ পছন্দ করেন, সেখানে তাঁদের কাছে এই গানের রিক্রিয়েশনটি হতাশাজনক বলে মনে হয়েছে। অনেকে আবার ভীষণ ক্ষুদ্ধ রহমান এর মত অস্কার জয়ী শিল্পীর এরকম দায়িত্বজ্ঞানহীনতায়,গানটির ভাষা অপরিবর্তিত রাখলেও সুর, তাল পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। খোল, করতাল, একতারা, খঞ্জনির অতিরিক্ত ঢালাও সাজে গান টি প্রায় কীর্তনে পরিণত হয়েছে। হারিয়েছে তার মূলভাব। যে রহমান কোনও প্রজেক্ট করার আগে সুক্ষতিসুক্ষ গবেষণা করেন, তাঁর কাছ থেকে এমন কাজ অবিশ্বাস্য বলে মনে করছেন তাঁর ফ্যানরাও!

You can share this post!

Leave Comments