• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

মহানায়কের ' জুতো ' পরতে চলেছেন দেব! এই পদক্ষেপ হতে পারে জীবনের ' টার্নিং পয়েন্ট '

ad

শীর্ষ টাইমস ডেস্ক: দেব বর্তমানে তাঁর আগামী ছবি প্রধান নিয়ে ব্যস্ত, এর মধ্যেই শোনা গেল তিনি নাকি উত্তম কুমার অভিনীত নায়ক ছবির স্বত্ব কিনতে চলেছেন। এবার কি তবে তাঁকে মহানায়কের চরিত্রে দেখা যাবে? সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের থেকে নায়ক ছবির স্বত্ব কিনে নিচ্ছেন দেব। এ কথা তিনি নিজেও স্বীকার করেছেন। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, 'এখনও কোনও সইসাবুদ হয়নি, তবে বাবুদা (সন্দীপ রায়) মুখে সম্মতি দিয়েছেন। ওটাই যথেষ্ট আমার কাছে।'

ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে যখন সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে একটু মতের অমিল হয়েছিল তখন সৃজিতের সিরিজের গোটা টিমকে সঙ্গে এনে ছবির ট্রেলার রিলিজ করেছিলেন তিনি। টলিউডকে যে তিনি একসঙ্গে নিয়ে চলতে চান, তাঁর কিছু নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে চান সে কথা নিজেই বারবার প্রমাণ করে চলেছেন দেব। শুধু তাই নয়, অভিনেতা হিসেবেও বারংবার নিজেকে ভেঙে, তৈরি করে, শিখে, শিখিয়ে নতুন রূপে ধরা দিয়েছেন। করেছেন ব্যোমকেশ, বাঘা যতীন, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর মতো আইকনিক চরিত্র। এবার জানা গেল তিনি উত্তম কুমার অভিনীত নায়ক ছবির স্বত্ব কিনতে চলেছেন। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, তবে কি তাঁকে আগামীতে মহানায়কের করে যাওয়া চরিত্রে দেখা যাবে? এই বিষয় এখনও স্পষ্ট না হলেও তিনি যে সত্যজিৎ রায় নির্মিত এই ছবির স্বত্ব কিনছেন সেটা জানা গিয়েছে।

দেব যতবারই ছক ভাঙা কিছু করতে চেয়েছেন ততবারই ট্রোল্ড হয়েছেন। সে বাঘা যতীন হোক বা ব্যোমকেশ ও দুর্গ রহস্য। কিন্তু ছবিগুলোর মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন। 'নায়ক'-এর মত একটা কাল্ট ছবির রিমেক কি আদৌ সম্ভব? এবার দেখার পালা উত্তম কুমার অভিনীত এমন একটি কালজয়ী ছবির রিমেকে কেমন পারফরম্যান্স করেন দেব? আর দর্শকরাই বা তা কীভাবে নেন।

ছবি: সংগৃহীত 

 

You can share this post!

Leave Comments