• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

কালজয়ী ' কাবুলিওয়ালা ' চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে, প্রকাশ্যে এলো ছবির পোস্টার

ad

শীর্ষ টাইমস ডেস্ক: আজ আন্তর্জাতিক শিশু দিবস। এই দিনই মুক্তি পেল  ' 'কাবুলিওয়ালা '- এর পোস্টার। জিও স্টুডিওজ এবং এসভিএফের প্রযোজনায় , সুমন ঘোষের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। ১৯৬৫ সালের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প 'কাবুলিওয়ালা'-র মূল কাহিনি অবলম্বনে পরিচালক সুমন ঘোষ তৈরি করেছেন। 

ছবি বিশ্বাসের জায়গায় এবার রহমত আলির বেশে ধরা দেবেন মিঠুন চক্রবর্তী। কিন্তু এত বছর পর আবার কেন কাবুলিওয়ালাকে বড় পর্দায় আনার কথা ভাবলেন সুমন? তাঁর কথায়, 'আমার কাছে কাবুলিওয়ালা একটা প্রেমের গল্প। আর এই সময়ের জন্য তো ভীষণই প্রাসঙ্গিক। ধর্ম, জাতি, ভাষা সব কিছুকে ছাপিয়ে গিয়ে রহমত আর মিনির মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল তার মধ্যে একটা মানবিকতার বার্তা আছে। পৃথিবীর এখন যা অবস্থা তাতে এই গল্পটা আবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে।' প্রসঙ্গত, ছবিটি মুক্তি পাবে বড়দিনের দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর।

এটা প্রথমবার নয় যখন সুমনের সঙ্গে কাজ করবেন মিঠুন। তাঁরা এর আগে নোবেল চোর ছবিতে কাজ করেছেন। এখানে মিনির মা বাবার চরিত্রে সোহিনী সরকার এবং আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে। তবে মিনি হিসেবে একদম নতুন একটি মুখ দেখা যাবে বলেই জানিয়েছেন পরিচালক। এই ছবির বিষয়ে তিনি আরও একটি তথ্য দিয়েছেন। বলেছেন, 'গল্প বেশ কিছু পরিবর্তন করেছি আমি। ছবি দেখলে সেগুলো স্পষ্ট হবে।' কাবুলিওয়ালা '- এর মত এমন একটা কালজয়ী ছবিকে টিভির পর্দায় কতটা ফুটে উঠবে এবং সেটাকে মানুষ কিভাবে নেবেন সেটাই এখন দেজার বিষয়।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments