• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

" যারা মুক্তিযুদ্ধের কথা ভুলে গেছে তারা বংশ পরম্পরায় ভারত বিদ্বেষী" , এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী

ad

শীর্ষ টাইমস ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের সিরিজে ভারত ভালো পারফরমেন্স করেও ফাইনালে মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়ার কাছে। কিন্তু এই হার থেকেই উঠে আসছে নানান বিতর্ক। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এই হারকে কার্যত উজ্জাপন করছে। আর তাতেই দানা বাঁধছে বিতর্ক। তাহলে বাংলাদেশ কি ভারত বিদ্বেষী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। 

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ সহ মুখ খুলছেন বিশিষ্টরাও। আর তাঁদের মধ্যে সচাইতে চর্চায় রয়েছেন চঞ্চল চৌধুরী। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তিনি। শুধু বাংলাদেশই নয়, ভারতেও তিনি একজন বেশ পপুলার মুখ। ভারতের হারে বাংলাদেশের এমন উচ্ছ্বাস দেখে চঞ্চল চৌধুরী বাংলাদেশকে ভারত বিদ্বেষী দেশ বলে অভিহিত করেছেন এক সাক্ষাৎকারে। তিনি বলেছেন " বাংলাদেশে ভারত বিদ্বেষী লোকের সংখ্যা নেহাতই কম নয়। সেটা রাজনীতি হোক বা খেলাধুলা"। তবে তিনি এও বলেছেন বাংলাদেশে এমন কিছু লোকও আছে যারা ভারতীয় সিনেমা ভালোবাসে এবং মুক্তিযুদ্ধকে মনে রেখেছে। যারা মুক্তিযুদ্ধকে মনে রাখেনা তারা বংশ পরম্পরায় ভারত বিরোধী এবং সর্বদাই পাকিস্তানের পক্ষে। 

চঞ্চল চৌধুরী জানিয়েছেন, সেই দেশে ভারত বিদ্বেষী মানুষজনও যেমন আছে তেমনই ভারতকে ভালোবাসে এমন লোকজনও আছে। ঢাকা ইউনভার্সিটির ক্যাম্পাসের যে চিত্রটা ইদানিং সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে তা, একদল মানুষের ছবি সমগ্র বাংলাদেশের ছবি নয়।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments